লরেন্স বিষ্ণোইয়ের জীবন এবার ওয়েব সিরিজে, মুখ্য চরিত্রে দেখা যাবে কোন নায়ককে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 19, 2024 | 12:27 AM

Lawrence Bishnoi: অনেক গুলো বছর আগের কথা। কৃষ্ণসার হরিণ হত্যা করার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। একাধিক বার খুনের হুমকি দেওয়া হয়েছে ভাইজানকে। তাই নায়কের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। এই ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই নাম তিনি হলেন লরেন্স বিষ্ণোই। কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে আলোচনা সর্বত্র।

লরেন্স বিষ্ণোইয়ের জীবন এবার ওয়েব সিরিজে, মুখ্য চরিত্রে দেখা যাবে কোন নায়ককে?

Follow Us

অনেক গুলো বছর আগের কথা। কৃষ্ণসার হরিণ হত্যা করার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। একাধিক বার খুনের হুমকি দেওয়া হয়েছে ভাইজানকে। তাই নায়কের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। এই ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটাই নাম তিনি হলেন লরেন্স বিষ্ণোই। কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে আলোচনা সর্বত্র। এবার তাঁকেই নিয়েই তৈরি হতে চলেছে নতুন ওয়েব সিরিজ ।

ফায়ার ফক্স প্রযোজনা সংস্থার তরফে তৈরি হবে এই সিরিজ। সূত্র বলছে ইতিমধ্যেই ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের তরফে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছএ প্রযোজনা সংস্থাকে। সিরিজের নাম নাকি ঠিক হয়েছে ‘লরেন্স-আ গ্যাংস্টার’। এই সিরিজে লরেন্সের জীবনের সব কীর্তিই তুলে ধরা হবে। বলা যেতে পারে একেবারে রগরগে থ্রিলার তৈরির কথা ভাবছে প্রযোজনা সংস্থা। শুধু দেশে নয় বিদেশেও নানা কুকীর্তি করে বেড়িয়েছে এই কুখ্যাত গ্যাংস্টার। সিরিজে বলা হবে কী করে গ্যাংস্টার হয়ে উঠলেন তিনি। এখন প্রশ্ন হল লরেন্স বিষ্ণোইয়ের চরিত্রে দেখা যাবে কোন নায়ককে? না এখনও পর্যন্ত ঠিক হয়নি নায়কের নাম। শোনা যাচ্ছে দিওয়ালিতেই প্রকাশ্যে আসবে সিরিজের প্রথম পোস্টার।

উল্লেখ্য, এই গ্যাংস্টারের ভয়েই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে ভাইজানে। অনেক দিন ধরে নায়ককে নিশানা করেছে বিষ্ণোই দল। ইতিমধ্যেই মুম্বই পুলিশ জানিয়েছে, সলমন খানকে খুন করার জন্য ২৫ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। আর এবার সরাসরি হুমকি দেওয়া হল বলিউড অভিনেতা সলমনকে। ‘বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে’, এই ভাষাতেই দেওয়া হয়েছে হুমকি। মুম্বই ট্রাফিক পুলিশের কাছে পৌঁছেছে সেই হুমকি মেসেজ। তবে কি বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেলেনে অভিনেতা? মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বার্তা পাঠানো হয়েছে।

Next Article