AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্বশুরমশাইয়ের জন্মদিনে কী করলেন ঐশ্বর্য? সম্পর্কে ফাটলের খবরই কি তবে সত্যি!

গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারের অন্দরমহল নিয়ে চলছিল নানা জল্পনা—বিশেষ করে অভিষেক ও ঐশ্বর্যের সম্পর্ক ঘিরে তো বটেই। গত বছর অমিতাভের জন্মদিনে কোনও শুভেচ্ছা বার্তা দেননি ঐশ্বর্য, এমনকি ঐশ্বর্যর জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় চুপ ছিল গোটা বচ্চন পরিবার।

শ্বশুরমশাইয়ের জন্মদিনে কী করলেন ঐশ্বর্য? সম্পর্কে ফাটলের খবরই কি তবে সত্যি!
| Edited By: | Updated on: Oct 12, 2025 | 2:10 PM
Share

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরাল গোটা বিশ্ব। তবে দেশ বিদেশের অনুরাগীদের উচ্ছ্বাস যে চোখের পড়ার মতো থাকবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সুপারস্টারের অন্দরমহলের আবহাওয়া এদিন কেমন ছিল? পুত্রবধূর সঙ্গে সম্পর্কে ফাটল নিয়ে জল্পনা কম হয়নি, তবে সত্যি কি শ্বশুরমশাইকে জন্মদিনেও এড়িয়ে গেলেন তিনি? একেবারেই নয়। ঐশ্বর্য রাই বচ্চনকে বরাবরই আদর্শ পুত্রবধূ বলে দাবি করে এসেছেন অমিতাভ, এবারও ঠিক তেমনই ছবি সামনে এলো। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তাঁর উপস্থিতি কম থাকলেও ঐশ্বর্য মোটেও এদিনটা সরে থাকলেন না।

আন্তরিক শুভেচ্ছা জানালেন তিনিও। শনিবার ইনস্টাগ্রামে এক পুরনো পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করে ঐশ্বর্য লেখেন, “শুভ জন্মদিন পাপা-দাদাজি (যেহেতু ছবিতে আরাধ্যাও ছিলেন)! ইশ্বর সর্বদা আপনার মঙ্গল করুন।”

ছবিতে দেখা যায়, অমিতাভ বচ্চন একটি সেলফি তুলছেন, আর তাঁর কাঁধে মাথা রেখে হাসছে ছোট্ট আরাধ্যা। অমিতাভের মাথায় মজার ছলে পরিয়ে দেওয়া হয়েছে আরাধ্যার টিয়ারা। সঙ্গে রয়েছেন ঐশ্বর্য নিজেও।

গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারের অন্দরমহল নিয়ে চলছিল নানা জল্পনা—বিশেষ করে অভিষেক ও ঐশ্বর্যের সম্পর্ক ঘিরে তো বটেই। গত বছর অমিতাভের জন্মদিনে কোনও শুভেচ্ছা বার্তা দেননি ঐশ্বর্য, এমনকি ঐশ্বর্যর জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় চুপ ছিল গোটা বচ্চন পরিবার। ফলে এবারের পোস্টকে ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নতুন করে চর্চা। কেউ এটিকে ‘সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত’ বলছেন, আবার কেউ বলছেন ‘সামাজিক দায়বদ্ধতা পালন’।

অমিতাভ বচ্চনের জন্মদিনে শনিবার তাঁর বাড়ির বাইরে প্রতিবারের মতোই জড়ো হন অসংখ্য অনুরাগী। সাদা কুর্তা-পায়জামার সঙ্গে উজ্জ্বল হলুদ-কমলা জ্যাকেটে সেজে মেগাস্টার ভক্তদের উদ্দেশে হাত নেড়ে এদিন সকলের শুভেচ্ছা গ্রহণ করেন। শত্রুঘ্ন সিনহা, কৃতি শ্যানন, মনোজ বাজপেয়ী, কাজল ও ফারহান আখতারের মতো সেলিব্রিটিরা সামাজিক মাধ্যমে অমিতাভকে শুভেচ্ছা জানান।