Viral Video: খারাপ ছবি দিতে নারাজ, ভক্তের ফোন হাত থেকে ছিনিয়ে নিয়ে এ কি করলেন উরফি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 20, 2022 | 1:35 PM

Urfi Javed: ভক্ত ছবি তুলতে পারে না, দেখেই ফোনটা কেড়ে নিলেন উরফি, তারপর যা করলেন...

Viral Video: খারাপ ছবি দিতে নারাজ, ভক্তের ফোন হাত থেকে ছিনিয়ে নিয়ে এ কি করলেন উরফি

Follow Us

নিজের লুক নিয়ে ঠিক কতটা সতর্ক থাকেন উরফি জাভেদ, তা বারে বারে প্রমাণিত। কয়েকদিন আগেই তিনি বিমানবন্দরে হয়েছিলেন ফ্রেমবন্দি। সেদিন ছিল না কোনও মেকআপ, ছিল না কোনও ফ্যাশনবেল পোশাক। সাধারণ আর পাঁচটা যাত্রীর মতই বেরিয়ে এসেছিলেন তিনি বিমানবন্দর থেকে। সেখানেি পাপরাজিৎদের হাতে পড়েছিলেন তিনি। মুহূর্তে পরনে থাকা জ্যাকেট দিয়ে ঢেকে নিয়েছিলেন তাঁর মুখ। ভাইরা হয়ে ছিল এই খবর প্রতিটা সোশ্যাল মিডিয়ায়। মাথায় তেল চপচপ করছিল। তার জন্য তিনি নিজেকে লুকিয়ে রাখতে চেয়এছিলেন, বলেছিলেন যাতে কেউ তাঁর ছবি না তোলে। কিন্তু কে কার কথা শোনে। সকলেই সেই মুহূর্তে ভিডিয়ো করেছিল উরফির নো-মেকআপ লুক।

এবার আরও একবার প্রমাণিত হল উরফি নিজের লুক ও ছবি নিয়ে ঠিক কতটা সতর্ক থাকতে পারেন। এক ভক্ত উরফিকে দেখা মাত্রই সেলফি নেবেন বলে এগিয়ে এসেছিলেন। কিন্তু তাতে হিতে বিপরীত ঘটে। কারণ তাঁর ফোনে ভাল ছবি আসছিল না। তাই সে পোজ় দিয়ে যখন দেখেন ছবি স্পষ্ট আসছে না ভক্তর হাত থেকে ফোন কেড়ে নিয়ে তার লেন্স মুছে নিজেই সেলফি তুলে ভক্তের হাতে ফোন ফিরিয়ে দেন। উরফির এই ভিডিয়ো দেখা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ হল নেট দুনিয়া।

ওটিটি দুনিয়া থেকে যাঁর অভিষেক। উরফি জাভেদ, বর্তমানে যে নামটি শুনলে প্রথমেই মাথায় আসে বোল্ড ফ্যাশন, সাহসী পোশাক বা ভাইরাল লুক। নিজের পোশাক নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে যিনি বড্ড বেশি পছন্দ করে থাকেন, তিনি হলেন উরফি জাভেদ। যাঁর প্রতিটা পদে পদে জড়িয়ে থাকা নানা বোল্ড স্টেটমেন্টও খবরের শিরোনামে জায়গা করে নেয় পলকে। শরীর দেখিয়ে পোজ়! কটুক্তির শিকার হলেও তাতে বিন্দু মাত্র কান দিতে নারাজ উরফি।

আরও পড়ুন- Bollywood Controversy: বিয়ের পরের দিনই পরিচিতি হারানো থেকে ডিভোর্স জল্পনা, অভিষেককে বিয়ের সাইড এফেক্টে জেরবার ঐশ্বর্য

আরও পড়ুন- Bollywood Gossip: কেজিএফ ২-তে কাজ করে কি জেনে ফেললেন ছবি হিট হওয়ার গোপন ট্রিকস! পরিচালনায় নামছেন সঞ্জয়

Next Article