শাহরুখ সেটে ধূমপান করলেও পাকিস্তানের অভিনেতার জন্য অন্য নিয়ম কেন?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 01, 2024 | 10:20 PM

Shah Rukh Khan: ধূমপান করার হতো, তখন জাভেদ সেট থেকে বাইরে বেরিয়ে যেতেন। কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন, সেখানে একটি টেবিল পেতে দেওয়া হত শাহরুখ খানের জন্য। তিনি সেখানে বসে ধূমপান করতেন, সঙ্গে তাঁকে একটা অ্যাস্ট্রেও দেওয়া হত। শাহরুখের সঙ্গে তাঁর প্রথম আলাপ ভালই ছিল।

শাহরুখ সেটে ধূমপান করলেও পাকিস্তানের অভিনেতার জন্য অন্য নিয়ম কেন?

Follow Us

শাহরুখ খান, একটা সময় ধূমপানে আসক্ত ছিলেন। সেই খবর কম বেশি সকলের জানা। কারণ একাধিক সাক্ষাৎকারে এই কথা শাহরুখ খানই জানিয়েছিলেন। তবে সেটে গিয়ে অন্যান্য তারকাদের জন্য এক নিয়ম আর শাহরুখ খানের জন্য অন্য নিয়ম এমনটা কি হতে পারে? হতেই পারে তিনি কিং খান। ঠিক কী ঘটেছিল পাকিস্তানি অভিনেতা জাভেদ শেখের সঙ্গে? ওম শান্তি ওম ছবিতে তাঁরা এক সঙ্গে কাজ করেছিলেন। শাহরুখ খানের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন পাকিস্তানের অভিনেতা জাভেদ। শুটিং সেটেই তাঁদের প্রথম দেখা। সেই শুরু। তিনি শুনেছিলেন, সেটে ধূমপান করা নিষিদ্ধ, পাশাপাশি এও শুনেছিলেন যে সেখানে কোনও ছবি তোলার অনুমতি ছিল না। সবটাই মেনে নিয়েছিলেন অভিনেতা।

তাই যখনই ধূমপান করার হতো, তখন জাভেদ সেট থেকে বাইরে বেরিয়ে যেতেন। কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন, সেখানে একটি টেবিল পেতে দেওয়া হত শাহরুখ খানের জন্য। তিনি সেখানে বসে ধূমপান করতেন, সঙ্গে তাঁকে একটা অ্যাস্ট্রেও দেওয়া হত। শাহরুখের সঙ্গে তাঁর প্রথম আলাপ ভালই ছিল। শাহরুখ খান তাঁকে বলেছিলেন, যদি কখনও প্রয়োজন পড়ে কোনও কিছুর দরকার পরে, তিনি যেন শাহরুখ খানকে জানান। সেই কথাটা মনে পড়ায়, তিনি শাহরুখ খানের কাছে গিয়ে আবেদন করেন, তিনি শাহরুখের মতোই ধূমপান করেন। সঙ্গে ব্ল্যাক কফি পান করেন। শাহরুখ সবটা শুনে সম্মতি জানান। তারপর জাভেদ বলেন, তিনিও চান, শাহরুখের মতো সেটে বসেই তা করতে। মুহূর্তে শাহরুখ খান সমস্ত ব্যবস্থা করে দেন। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনই মন্তব্য করেছিলেন।