বয়সের ফারাকেই প্রেমের শেষ! ইমনের থেকে ঠিক কতটা ছোট শোভন?
Iman-Shovan: দীর্ঘ প্রেমের পর হুট করেই ভেঙে গিয়েছিল তাঁদের সম্পর্ক। কিন্তু কেন? সে কারণ নিয়ে আজও চলে আলোচনা। টলিপাড়ার ফিসফাস, বয়সে বড় ইমনের সঙ্গে প্রেম নাকি মানতে অসুবিধে ছিল শোভনের পরিবারের।
ইমন চক্রবর্তী ও শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমটা টলিপাড়ার নতুন কিসসা নয়। দীর্ঘ প্রেমের পর হুট করেই ভেঙে গিয়েছিল তাঁদের সম্পর্ক। কিন্তু কেন? সে কারণ নিয়ে আজও চলে আলোচনা। টলিপাড়ার ফিসফাস, বয়সে বড় ইমনের সঙ্গে প্রেম নাকি মানতে অসুবিধে ছিল শোভনের পরিবারের। ইমন বা শোভন এই নিয়ে মুখ না খুললেও একবার এক রিয়ালিটি শো’র মঞ্চে এসে শোভনের মা ইমনের সঙ্গে তাঁর প্রেম নিয়ে যা বলেছিলেন, তাতে মোটেও খুশি হননি ইমন ভক্তরা। ইমনের থেকে ঠিক কতটা ছোট শোভন?
শোভনের জন্মদিন ১৯৯৩ সালের ১ এপ্রিল। অন্যদিকে উইকিপিডিয়া জানাচ্ছে ইমন জন্মেছেন ১৯৮৯ সালের ১৩ সেপ্টেম্বর। হিসেব বলছে, শোভনের থেকে প্রায় বছর চারেকের বড় ছিলেন ইমন। যদিও ভরপুর প্রেম ছিল তাঁদের। ব্রেকআপ হয়ে গেলেও আজও দু’জনের মধ্যে বজায় রয়েছে সদ্ভাব। এই মুহূর্তে নীলাঞ্জনের সঙ্গে সুখের সংসার করছেন ইমন। অন্যদিকে ইমন-স্বস্তিকার সঙ্গে ব্রেকআপের পর এই মুহূর্তে সোহিনী সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শোভন। প্রেমের খবর যদিও অফিসিয়ালি স্বীকার করেননি তাঁরা। তবে কারও জানতে বাকি নেই এই সত্যি।
এর আগে স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের বিচ্ছেদের সময় ইমনের দিকে উঠেছিল অভিযোগের আঙুল। সে নিয়ে ইমনের প্রতিক্রিয়া জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করতে তিনি বলেছিলেন, “আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।”