‘আমি আর ফিরছি না…’, ‘খাদান’ নিয়ে কোন খারাপ খবর দিলেন যীশু?
২০২৫-এর বড়দিনে মুক্তি পেয়েছিল 'খাদান'। এই ছবির দ্বিতীয় ভাগ আসবে, সে ঘোষণা হয়ে গিয়েছে। তবে গল্প কী হবে, প্রথম গল্পের সঙ্গে কীভাবে তার যোগ থাকবে, তা এখনও ঘোষণা করা হয়নি। 'খাদান' ছবিতে নজর কেড়েছিলেন যীশু সেনগুপ্ত। তাই নতুন ছবিতে যীশুকে দেখার ইচ্ছা রয়েছে অনুরাগীদের।

২০২৫-এর বড়দিনে মুক্তি পেয়েছিল ‘খাদান’। এই ছবির দ্বিতীয় ভাগ আসবে, সে ঘোষণা হয়ে গিয়েছে। তবে গল্প কী হবে, প্রথম গল্পের সঙ্গে কীভাবে তার যোগ থাকবে, তা এখনও ঘোষণা করা হয়নি। ‘খাদান’ ছবিতে নজর কেড়েছিলেন যীশু সেনগুপ্ত। তাই নতুন ছবিতে যীশুকে দেখার ইচ্ছা রয়েছে অনুরাগীদের।
তবে যীশু সেনগুপ্ত সম্প্রতি একটা প্রিমিয়ারে এসে খোলসা করলেন, তাঁর পক্ষে কোনওভাবেই এই ছবিতে থাকা সম্ভব নয়। যীশুর বক্তব্য, ”ছবিতে আমার চরিত্রটি মারা গিয়েছে। আমার ছেলের চরিত্র করেছে জন। তাই ছেলে হিসাবেও আমার পক্ষে ফিরে আসা সম্ভব নয়। ছবিতে আবার জনের বিয়ে দেখানো হয়নি। এবার সে যদি কোথাও কিছু করে থাকে, সেভাবে কিছু হতে পারে কিনা জানি না!” যীশুর এমন কথা শুনে অনুরাগীরা বেজায় মজা পেয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, ”’দশম অবতার’-এ আপনার চরিত্রটি মারা গেল। আবার ‘খাদান’ ছবিতেও আপনার চরিত্র মারা গেল। এভাবে কোনও ছবির দ্বিতীয়ভাগেই আপনাকে না দেখতে পেলে মুশকিল হয়ে যাচ্ছে।
নতুন বছরের প্রথমভাগে যীশু সেনগুপ্ত অভিনীত কোনও বাংলা ছবি মুক্তি পাবে, এমন ঘোষণা হয়নি এখনও। তবে একাধিক হিন্দি প্রোজেক্টে কাজ করছেন অভিনেতা। প্রিয়দর্শনের পরিচালনায় নতুন ছবি ছবিতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি প্রযোজনার কাজে ব্যস্ত রয়েছেন যীশু। ‘মন্টু পাইলট সিজন থ্রি’-র প্রযোজনায় দেখা যাবে যীশু। আপাতত সেই ওয়েব সিরিজের শুটিং চলছে শহরে। জানুয়ারি মাসেই বাংলা ছবির ক্যালেন্ডার সামনে আসার কথা। মানে উত্সবের মরসুমে কোন-কোন ছবি আসবে আর যীশু কোন-কোন ছবিতে থাকবেন, তার আঁচ পেয়ে যাবেন অনুরাগীরা।
