West Bengal News Today Live: ‘পূর্ণ সহযোগিতায় প্রস্তুত’, গতকালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি I-PAC-এর
Breaking News in Bengali Live Updates: আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাসভবনে ইডির তল্লাশি নিয়ে রাজনৈতিক তরজা। আজ (শুক্রবার) পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে তৃণমূল সাংসদদের ধর্না। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবর পান টিভি৯ বাংলায়।

কলকাতা: বাংলায় ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক তরজা তত বাড়ছে। রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা প্রতিদিন জেলায় জেলায় সভা করছেন। আর সভা থেকে পরস্পরকে তোপ দেগে চলেছেন। শুধু নির্বাচনী প্রচার নয়, এসআইআর প্রক্রিয়াকে ঘিরেও বাড়ছে চাপানউতোর। এরইমধ্যে গতকাল আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে নানা ছবি সামনে এসেছে। আজ (শুক্রবার) পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কলকাতা হাইকোর্টে ইডি ও তৃণমূলের মামলার শুনানি হওয়ার কথা। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবর পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
ঘটনায় উদ্বেগ প্রকাশ I-PAC-এর
- I-PAC এর তরফেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের গোটা বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে I PAC।
- I PAC-র বক্তব্য, গতকাল প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে তল্লাশি অভিযান নিয়ে যে ধরনের ঘটনাপ্রবাহ তৈরি হয়েছে, তা অনাকাঙ্খিত।
- ঘটনা যে নজির তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। কিন্তু এই ক্ষেত্রে তারা প্রয়োজনে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আইনের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।
Statement from I-PAC pic.twitter.com/rlXxhQ0wf8
— I-PAC (@IndianPAC) January 9, 2026
-
সুপ্রিম কোর্টে যাবে ED?
- I PAC মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে ইডি। সূত্রের খবর, ইডির আইনি দল সমস্ত আইনি বিকল্প বিবেচনা করছে।
- শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
- হট্টগোলের কারণে কলকাতা হাইকোর্ট শুক্রবার মামলার শুনানি করতে পারেনি। কলকাতা হাইকোর্ট ১৪ জানুয়ারি মামলার শুনানি করবে।
- উল্লেখ্য, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু শুনানির মাঝেই শুরু হয় তুমুল বাগ বিতণ্ডা।
-
-
ছাব্বিশের নির্বাচনে কী নতুন সঙ্গী সিপিএমের?
- একুশের বিধানসভা নির্বাচনে শূন্য। চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় শূন্য। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই শূন্যের গেরো কাটাতে কি কোনও নতুন সঙ্গীর হাত ধরবে সিপিএম?
- বৃহস্পতিবারে এক সভার পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে।
- মুর্শিদাবাদের ডোমকলে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআইয়ের সভায় মঞ্চে দেখা গেল মুর্শিদাবাদের সিপিআইএমের জেলা সম্পাদককে।
বিস্তারিত: ‘শূন্য’-র গেরো কাটাতে নতুন সঙ্গী খুঁজে নিল সিপিএম? কাদের সঙ্গে মঞ্চে দেখা গেল?
-
দেব, সোহমদের নিয়ে প্রতিবাদ মিছিলে মমতা

- আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের প্রতিবাদে রাস্তায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়েছে। মমতার একপাশে রয়েছেন অভিনেতা-সাংসদ দেব। অন্য পাশে রয়েছেন অভিনেতা-বিধায়ক সোহম। রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
- মিছিল শেষ হবে হাজরা মোড়ে। মিছিলে ভিড় করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
-
দিল্লিতে তৃণমূল সাংসদদের পুলিশের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া নিয়ে সরব মমতা
- আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির প্রতিবাদে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরের বাইরে ধর্নায় বসেছিলেন আট তৃণমূল সাংসদ। তাঁদের টেনেহিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তোলে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার দলের সাংসদদের বিরুদ্ধে এই লজ্জাজনক পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় আমাদের সাংসদদের রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছে। এটা গণতন্ত্র। বিজেপির নিজস্ব সম্পত্তি নয়।”
- তিনি আরও বলেন, “পরিষ্কার জানিয়ে দিই, শ্রদ্ধা পারস্পরিক হয়। তুমি আমাদের শ্রদ্ধা করলে আমরা তোমাদের শ্রদ্ধা করব।”
-
-
মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে আর CBI-ED লাগিয়ে চমকাচ্ছে: অভিষেক
- নদিয়ার তাহেরপুরের সভা থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- অভিষেক বলেন, “একদিকে মানুষের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। অপরদিকে CBI-ED লাগিয়ে চমকাচ্ছে। তারা দিল্লির জল্লাদদের কাছে মাথা করার চেষ্টা করছে। কিন্তু মাথা নত করবে না।”
- বিজেপি আক্রমণ করে অভিষেক বলেন, “কে কাকে বন্দি করবে বাংলায় যেদিন ভোট হবে সেদিন ব্যালট বক্স খুললে বুঝতে পারবে। নরেন্দ্র মোদী ও অমিত শাহর ফন্দি চলবে না। তারা হবে বন্দি। তাদের বন্দী করবে মানুষ।”
- মতুয়াদের এসআইআর-এ নাম ওঠা নিয়ে অভিষেক বলেন, “মতুয়া ভাইরা অবৈধ শান্তনু ঠাকুর, অমিত শাহ বৈধ?”
-
‘সংস্থাগুলিকে হাতিয়ার করা হচ্ছে’, বিজেপিকে নিশানা অভিষেকের
- বিজেপিকে নিশানা করে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকর অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, ‘গণতন্ত্রকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে। সংস্থাগুলিকে হাতিয়ার করা হচ্ছে। নির্বাচনকে ম্যানিপুলেট করা হচ্ছে।’ এরপরই তিনি লেখেন, ‘প্রতিবাদীদের জেলে ভরা হচ্ছে। ধর্ষকরা জামিন পাচ্ছে। বিজেপির কাছে এটাই নতুন ভারত।’
- অভিষেক লেখেন, ‘ভারতের বাকি অংশকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হলেও বাংলা প্রতিরোধ করবে।’ বাংলা বিজেপিকে হারাবে বলেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন তিনি।
-
আজ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অভিষেক, বাড়ছে রাজনৈতিক চাপানউতোর
- শুক্রবার গাইঘাটার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন অভিষেক। যাবেন বড়মার মন্দিরে।
- ঠাকুরবাড়িতে অভিষেকের যাওয়া নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
-
আইপ্যাকের অফিসে হানার প্রতিবাদ, আজ পথে নামছেন মমতা
- আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার প্রতিবাদে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- শুক্রবার দুপুর দু’টো নাগাদ পথে নামছেন তিনি।
- যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটবেন মমতা।
-
শাহের দফতরের বাইরে ধর্না, তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ

- আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের প্রতিবাদে শুক্রবার সকালে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের সাংসদরা।
- মোট আটজন সাংসদ প্ল্যাকার্ড হাতে শাহের দফতরের বাইরে ধর্নায় বসেন। ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখলে, বাপি হালদার, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল ও শর্মিলা সরকার।
- পুলিশ প্রথমে তাঁদের সেখান থেকে উঠে যেতে বলেন। কিন্তু, তৃণমূল সাংসদরা যেতে রাজি না হওয়ায় তাঁদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
- এই নিয়ে সরব হন তৃণমূল সাংসদরা। মহুয়া মৈত্র বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গে হারবে।”
Published On - Jan 09,2026 9:49 AM
