শাশুড়ি জয়ার মতোই হতে চেয়েছিলেন ঐশ্বর্য! ডিভোর্স জল্পনার মাঝে নতুন তথ্য প্রকাশ্যে
Aishwarya Rai Bachchan: গত এক বছর ধরে আরব সাগর পারে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুটি নাম। তাঁরা হলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। তারকা জুটির বিবাহবিচ্ছেদ নিয়ে ক্রমাগত আলোচনা বেড়েই চলেছে। যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি তাঁদের কেউই। শোনা যায়, মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা নিজের ফ্ল্য়াটে থাকেন নায়িকা।
গত এক বছর ধরে আরব সাগর পারে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুটি নাম। তাঁরা হলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। তারকা জুটির বিবাহবিচ্ছেদ নিয়ে ক্রমাগত আলোচনা বেড়েই চলেছে। যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি তাঁদের কেউই। শোনা যায়, মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা নিজের ফ্ল্য়াটে থাকেন নায়িকা। অনেক দিন হল স্বামী অভিষেকের সঙ্গে থাকছেন না। এই জল্পনা আরও জোড়াল হয় মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়েতে। আলাদা আলাদা এসেছিলেন অভিষেক ও ঐশ্বর্য। তবে এক কালে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ককেই আদর্শ বলে মনে করতেন অনেকে। তবে প্রথম থেকেই শোনা যায়, অভিষেকের মা জয়া বচ্চন খুবই কড়া ধাঁচের শাশুড়ি। প্রথমের দিকে অনেকেই ধরে নিয়েছিলেন যে শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই হয়তো বিচ্ছেদ হচ্ছে তারকা জুটির। কিন্তু জানেন কি এক কালে জয়ার মতোই হতে চেয়েছিলেন ঐশ্বর্য?
নায়িকা এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন তাঁর জীবনের অনুপ্রেরণা হেমা মালিনি এবং তাঁর শাশুড়ি মা জয়া বচ্চন। তিনি জানান যে এত দিন পর্যন্ত তিনি যে ধরনের চরিত্র পেয়েছেন তাতে তিনি খুশি। তবে কোনও চরিত্র পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারবেন না। ভবিষ্যতে কাজ না পেলেও যে তাঁর খুব একটা কোনও সমস্যা হবে না। ঐশ্বর্য বলেন,”কোনও একটা চরিত্রে অভিনয়ের জন্য আমার শ্বশুরবাড়ির সদস্য এবং স্বামী ও মেয়ে লজ্জিত হন তাহলে আমি তেমন কাজ করতে চাই না।” শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বর্যর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে তাঁর শ্বশুরবাড়িতে অশান্তিও হয়েছিল। যদিও সে সব ঘটনাই এখন অতীত। আপাতত মেয়েকে নিয়ে আলাদাই নাকি সংসার পেতেছেন অভিনেত্রী।