অমিতাভ বচ্চন ও রজনীকান্ত, দুই ইন্ডাস্ট্রির দুই মহারথী। বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন অমিতাভ বচ্চন, অন্যদিকে টলিউড অর্থাৎ দক্ষিণ ভারতের থালাইভা হলেন রজনীকান্ত। তবে এই দুইয়ের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন? দুই ইন্ডাস্ট্রি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বহু বছর ধরেই। বহু ছবিতে এই দুই ক্ষেত্রের স্টারদের একসঙ্গে দেখা যা। ফলে অমিতাভ বচ্চন ও রজনীকান্তের ঝুলিতেও তাই ছবির সংখ্যা নেহাতই কম নয়। তবে একসঙ্গে একের পর এক হিট দেওয়া জুটির মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মধুর ছিল জানেন? একবাক্যে একেবারেই ভাল নয়। কারণ নিজেই জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। একবার এক সাক্ষাৎকারে রজনীকান্তের বিষয় মুখ খোলেন অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছিলেন, রজনীকান্ত তাঁকে অনেক উপদেশ দিতেন। তিনিও অনেক উপদেশ পাল্টা দিতেন রজনীকান্তকে।
তবে এরমধ্যে একটা টুইস্ট ছিল, রজনীকান্তের দেওয়া উপদেশ কখনই পালন করতে না অমিতাভ, একইভাবে অমিতাভের উপদেশও মেনে চলতেন না রজনীকান্ত। প্রকাশ্যেই অমিতাভ বচ্চন শেয়ার করেছিলেন তাঁদের মধ্যে বেশ মন কষাকষির সম্পর্ক ছিল। প্রসঙ্গত, অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মাঝে মধ্যেই তিনি নানা মজার পোস্ট করে থাকেন ভক্তদের জন্য। কখনও কোনও প্রতীভার প্রশংসা, কখনও আবার কোনও বিশেষ দিনের শুভেচ্ছাবার্তা। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নিত্য তাঁর পোস্ট পেয়ে অভ্যস্থ। সদ্য এক বড় ঝক্কি সামলাতে হচ্ছে অমিতাভ বচ্চনকে।
সম্প্রতি বেজায় সমালোচনার শিকার হয়েছেন অমিতাভ বচ্চন। মাথায় নেই হেলমেট, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তর্জা ছিল তুঙ্গে। পথচলতি অনেকেই সেই ভিডিয়ো তুলেছিলেন। মাথায় নেই হেলমেট, তবে কি সেলেব বলেই এই ছাড়? মুম্বই পুলিশকে ট্যাগ করে এমনই প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনদের একাংশ। এবার কড়া পদক্ষেপ নিল মুম্বই ট্রাফিক পুলিশ। একাধিক ধারায় চালকের বিরুদ্ধে কেস দায়ের করা হয়। পাশাপাশি মোটা টাকার জরিমানাও তাঁর বিরুদ্ধে ধার্য করা হয়েছে। দিতে হবে মোট ১০,৫০০ টাকা।