‘কন্ডোম সংস্থার মুখ হওয়া উচিত’, রণবীরের চরিত্র নিয়ে বিস্ফোরক দীপিকা
জুটির প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল রণবীর কাপুরের জন্যই। তিনি এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রণবীর কাপুর ফিরে আসতে চেয়ে জানিয়ে ছিলেন নিজের সব ভুল পাল্টে ফেলবেন।

মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন রণবীর কাপুর? সম্পর্ক নিয়ে কোনওদিন সিরিয়াস নন তিনি, একাধিকাবার দীপিকা পাড়ুকোন তা প্রকাশ্যে এনেছিলেন। তবে ‘দীপিকাকে ছেড়েছিলেন রণবীর’, এ কথা মোটেও সত্যি নয়, কারণ দ্বিতীয়বার সম্পর্ক নিজে হাতে ভাঙার সুযোগই পাননি রণবীর, কী ঘটেছিল জানেন? এই জুটির সম্পর্কের কথা কারও অজানা নয়। দীর্ঘদিন একে অন্যকে ডেট করেছেন তাঁরা। তবে সেই সম্পর্ক একটা সময়ের পর ভেঙে যায়।
জুটির প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল রণবীর কাপুরের জন্যই। তিনি এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রণবীর কাপুর ফিরে আসতে চেয়ে জানিয়ে ছিলেন নিজের সব ভুল পাল্টে ফেলবেন। দীপিকা একটা সময় নিজেই জানিয়ে ছিলেন যে কেবল শারীরিক সম্পর্কের টানেই বোধহয় ফিরতে চেয়েছিলেন রণবীর। সবটা বুঝতে পেরে তিনি নিজেই রণবীরকে ফিরিয়ে দিয়েছিলেন।
‘কফি উইথ করণ’-এ এসে দীপিকা ক্ষোভ উগরে জানিয়ে ছিলেন, রণবীরের উচিত কোনও কন্ডোম সংস্থার প্রচারের মুখ হওয়া। এভাবেই কাপুর পরিবারের ছেলের চরিত্রে প্রকাশ্যে কালি লেপ্টে ছিলেন দীপিকা পাড়ুকোন। তবে সেই স্বভাব পাল্টে এখন রণবীর কাপুর সংসারে মন দিলেন। আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সকলের নজর কাড়েন তিনি।
অন্যদিকে দীপিকা পাড়ুকোনও চুটিয়ে সংসার করছেন। বলিপাড়ার দুই রণবীরেরই এক কন্যা সন্তান। তবে সময় যেন সব ব্যথা ভুলিয়ে দেয়। তাই দীপিকা আর রণবীরও দূরত্ব মিটিয়ে বর্তমানে বন্ধু।
