TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 21, 2022 | 3:54 PM
কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন গোবিন্দা। একটা সময়ের পর বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়তে শুরু করে। তখন গোবিন্দা মানেই বক্স অফিস হিট।
গোবিন্দা- মেয়ের ছবির প্রিমিয়ারে এসে নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা জানিয়েছিলেন গোবিন্দা। একটা সময় আসে যখন তাঁর পকেটে একটা টাকাও ছিল না। ট্যাক্সি-রিক্সাতে উঠতেও দুবার ভাবতে হত।
রানি মুখোপাধ্যায় প্রথম থেকেই এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না। গুরুত্বও দিতেন না। হদ করদি আপনে ছবির সময় সত্যিই তাঁরা একে অন্যের বিশেষ কাছাকাছি এসে গিয়েছিলেন। গোবিন্দা তখন বিবাহিত। ফলে বাড়িতে শুরু হয় অশান্তি।
গোবিন্দা নিজেই একবার জানিয়েছিলেন, এই সকল খবর ছড়িয়ে পড়া বন্ধ হোক। কারণ একটাই, তাঁর বাড়িতে রীতিমত অশান্তি শুরু হয়ে গিয়েছে। গোবিন্দার স্ত্রী সুনিতা তাঁকে ডিভোর্সের হুমকি দেওয়াও শুরু করে দেয়।
যদিও কিছুদিনের মধ্যেই সবস্তটা ঠিক হয়ে যায়। গোবিন্দার সঙ্গে রানি মুখোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয় অন্যান্য ছবিতে কাজ করার দরুণ। তারপর সমস্তটাই গসিপ হয়েই থেকে যায় বি-টাউনে।