কঙ্গনাকে অস্বস্তিকর স্পর্শ…, কোন সত্যি উগরে দেন অভিনেত্রী-সাংসদ
Kangana Ranaut: হিংসা এবং ঘৃণা ছড়ানোর দায়ে ২০২১ সালে টুইটার থেকে সাসপেন্ড হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কেবল বলিউডই নয়, যে কোনও বিষয়ই স্পষ্ট মন্তব্য করতে পিছপা হন না তিনি। তাঁর সঞ্চালিত রিয়্যালিটি শো-তেও দেখা গিয়েছিল ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে।
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বর্তমানে তিনি সাংসদ। মান্ডি থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তিনি। বরাবরই বলিউডের অন্দরমহল নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। কখনও সামনে উঠে আসে নেপোটিজ়ম নিয়ে বিতর্ক, কখনও আবার তিনি তুলে ধরেন বিটাউনে বহিরাগতদের ঠিক কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক একটি মন্তব্য ঘিরে সর্বদাই খবরের শিরোমানে জায়গা করে নিতেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যদিও তিনি বেফাঁস মন্তব্যের কারণেই বিতারিত হয়েছিলেন টুইটর থেকে। এবার নিজের জায়গা ফিরে পেলেন কঙ্গনা রানাওয়াত। হিংসা এবং ঘৃণা ছড়ানোর দায়ে ২০২১ সালে টুইটার থেকে সাসপেন্ড হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কেবল বলিউডই নয়, যে কোনও বিষয়ই স্পষ্ট মন্তব্য করতে পিছপা হন না তিনি। তাঁর সঞ্চালিত রিয়্যালিটি শো-তেও দেখা গিয়েছিল ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে।
লকআপ রিয়্যালিটি শো-তে সঞ্চালনা করার সময় শৈশবের যৌনহেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। বরাবরই তিনি স্পষ্টবাদী। প্রকাশ্যেই জানিয়েছিলেন ঠিক কী কী ঘটে তাঁর সঙ্গে। প্রতিবাদে সরবও হয়েছিলেন তিনি। শো-এর প্রতিযোগী মুনাওয়া ফারুক যখন জানিয়েছিলেন, তাঁর শৈশবের ভয়ানক অভিজ্ঞতার কথা, ঠিক তখনই জানিয়েছিলেন কঙ্গনা, প্রতিবছর বহু শিশু এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। কিন্তু এই প্রসঙ্গে কেউ প্রকাশ্যে কথা বলে না। প্রত্যেককেই ছোটবেলায় অস্বস্তিকর ছোয়া পেতে হয়েছে। এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে অনেকেই, আমাকেও। আমার শহরে, যখন আমি খুব ছোট ছিলাম, তখন একটি ছেলে, যে আমার থেকে কিছু বছরের বড়, আমাকে অস্বস্তিকরভাবে স্পর্শ করত। কিন্তু তখন আমার বোঝার বয়স ছিল না, এটা আমার সঙ্গে কী হচ্ছে। প্রতিটা শিশুকেই এই পরিস্থিতি দিয়ে যেতে হয়, তার পরিবার যতই যত্নশীল হোক না কেন।