AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সম্পর্ক আছে, সেক্স থাকবে না?’ কাকে প্রশ্ন করে বসেন করণ

স্বয়ং আদিত্য চোপড়া প্রশ্ন ফোনে রীতিমত করণ জোহরকে সাবধান করেছিলেন। ছবিতে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের মধ্যে যে সম্পর্কের সমীকরণ দেখান হবে, তা কি দর্শকেরা গ্রহণ করবেন? 

'সম্পর্ক আছে, সেক্স থাকবে না?' কাকে প্রশ্ন করে বসেন করণ
| Edited By: | Updated on: Jun 26, 2025 | 4:40 PM
Share

২০০৬ সাল, মুক্তি পেয়েছিল ‘কাভি আলভিদা না কহে না’ ছবি। যার হাত ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন পরিচালক করণ জোহর। সকলেই এক কথায় বলে উঠেছিলেন, ‘পরিণত হয়ে গিয়েছে করণ’। গল্পে পরিণত প্রেমের ছাপ। পরকীয়াকে এভাবেও তুলে ধরা যায়! প্রশ্নও তুলেছিলেন অনেকে। তবে ছবি তৈরির ক্ষেত্রে যেভাবে তিনি ছকভাঙা সাহসিকতা দেখিয়েছিলেন তা নিয়ে কম ঝড় পোহাতে হয়নি তাঁকে।

স্বয়ং আদিত্য চোপড়া প্রশ্ন ফোনে রীতিমত করণ জোহরকে সাবধান করেছিলেন। ছবিতে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের মধ্যে যে সম্পর্কের সমীকরণ দেখান হবে, তা কি দর্শকেরা গ্রহণ করবেন? করণকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন আদিত্য চোপড়া। করণ দীর্ঘক্ষণ ধরে সেই বচসা ফোনে চালিয়ে যান। শাহরুখ-রানির অন্তরঙ্গ দৃশ্য দেখানো কেন হবে না?

‘যেখানে সম্পর্ক রয়েছে, সেখানে সেক্স থাকবে না?’ প্রশ্ন করে বসেন করণ। তবে একটা সময়ের পর তিনি স্থির করেন না, খুব বেশি দেখান ঠিক হবে না। ছবিতে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়কে পরকীয়ায় জড়িয়ে পড়তে দেখা যায়। তা নিয়ে ওঠে চর্চা তুঙ্গে। যদিও শেষে তাঁদের অনুতাপ ছবির গল্পে ভারসাম্য বজায় রাখে। তবে অতীতে শাহরুখ খান ও রানিকে এতটা কাছাকাছি দেখানো হয়নি। যার জেরে শুরু হয়ে গিয়েছিল ছবি ঘিরে চর্চা। ছবিতে ছিলেন অভিষেক বচ্চন, প্রীতি জিন্টা ও অমিতাভ বচ্চনও।