‘আমি কি মেশিন নাকি?’ মা হওয়ার কথা শুনেই বিরক্ত করিনা, তারপর…
এর আগে ইনস্টাগ্রামে ওই গুঞ্জন নিয়ে এক মজার পোস্টও করেছিলেন করিনা। যার সারমর্ম ছিল সইফ আলি খান ইতিমধ্যেই ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে অনেকটাই অবদান রেখেছেন। আর নয়।

অভিনেত্রীদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মাঝে মধ্যেই রটে যায়। কখনও ঢিলেঢালা পোশাক, কখনও বেলি ফ্যাটের কারণে ভাইরাল হয়ে যায় খবর। এরই মধ্যে বেশ কিছুদিন আগেই গুঞ্জন রটে মা হচ্ছেন করিনা কাপুর। আলোচনার সূত্রপাত তাঁর এক ছবি থেকে। ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একটা বড় অংশ মনে করেন, করিনা বুঝি মা হচ্ছেন। করিনা যদিও জানিয়েছিলেন, এমনটা সত্য নয় এবার সেই প্রসঙ্গে আবারও মুখ খুলেছিলেন তিনি।
তিনি বলেছিলেন, “ওই ছবিটি এডিট করা হয়েছিল। ওই জন্যই আমার পেট ওরকম দেখাচ্ছিল। আমি তো দেখেই অবাক। অবশ্য হতে পারে ওয়াইন আর পাস্তার জন্যও আমার পেট অতটা স্ফীত দেখাচ্ছিল। ৪০ দিনের শুটি কাটাতে আমি লণ্ডনে গিয়েছিলাম। এত পিৎজা খেয়েছি যে হিসেব ভুলেছি।” একই সঙ্গে তিনি যোগ করেন, “প্রতি মুহূর্তে ওজন বেড়ে গেলেই অনুমান করে নেওয়া হয় অভিনেত্রী অন্তঃসত্ত্বা– এ বড়ই বিরক্তিকর।” তাঁর সাফ জবাব, “আমি কি মেশিন নাকি? মা হব নাকি হব না তা আমার উপরেই ছেড়ে দিন”।
এর আগে ইনস্টাগ্রামে ওই গুঞ্জন নিয়ে এক মজার পোস্টও করেছিলেন করিনা। যার সারমর্ম ছিল সইফ আলি খান ইতিমধ্যেই ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে অনেকটাই অবদান রেখেছেন। আর নয়। করিনা আরও যোগ করেন, “আমরাও মানুষ। আমি এমন একজন অভিনেতা যে ভীষণ সৎ। আমি এমনই একজন যে কিছু লুকিয়ে রাখে না। যে দাবিও করে না, আমাকে সব সময় সুন্দর দেখাবে। সবাইকে সবার মতো করে বাঁচতে দাও।”
