লিঙ্গ পরিবর্তন করে করণ জোহরকে বিয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন কে জানেন?
সাল ২০১৪, লোকসভা নির্বাচনের সময় বাজি লড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যদি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেতেন তবে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলবেন।

কেআরকে-র সঙ্গে বলিউডের সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন, তা এক কথায় বলাই বাহুল্য। বারে বারে বলিউডকে কটাক্ষ করে এসেছেন তিনি। বিশেষ করে বিটাউনের স্বজন পোষণের বিষয় তিনি কখনই চুপ থাকেননি। ফলে করণ জোহরকে তিনি কি চোখে দেখেন, সেই প্রসঙ্গ বহুবার সামনে এসেছে। তাইবলে চক্ষুশূল এক ব্যক্তির গলায় তিনি মালা দেবেন! এও সম্ভব? নিজে মুখে এমনটাই বলেন কেআরকে।
সাল ২০১৪, লোকসভা নির্বাচনের সময় বাজি লড়েছিলেন তিনি। জানিয়েছিলেন যদি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেতেন তবে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করে ফেলবেন। কেবল তাই নন, তারপর তিনি করণ জোহরের গলায় মালাও দেবেন। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল তাঁর এই বার্তা। ২০১২ সালে এই মন্তব্য করেছিলেন তিনি। এরপর দুই লোকসভা নির্বাচনেই জয়ী হয় মোদীর।
তবে কথা রাখতে পারেননি কেআরকে। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি বিয়ে করবেন, তবে কী হল, ১০ বছর পেরিয়েও সে ইচ্ছেপূরণ করে উঠতে পারলেন না তিনি। মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে এই সেলেবের নাম। তাঁর সঙ্গে বিটাউনের সম্পর্ক যে কতটা খারাপ তা আর বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কারণ প্রতিটা ক্ষেত্রে তিনি বলিউডের বিরুদ্ধে মুখ খুলে থাকেন। ভাইরাল হয় তাঁর নানা মন্তব্য।
