বেশ কয়েকদিন ধরে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কখনও সামনে আসতে দেখা যাচ্ছে তাঁকে ঘিরে বিতর্কিত মন্তব্য, কখনও আবার তাঁর কাজের প্রচার। বেশ কিছুদিন হল নিজেকে লাইম লাইটেই রাখছেন পিগি চপস। তবে কথা প্রসঙ্গে এবার এ কী বলে ফেললেন প্রিয়াঙ্কা। বরাবরই ভীষণ ক্যান্ডিট লুকে নজর কাড়েন তিনি। মন খুলে কথাও বলেন। লজ্জায় যে যে প্রসঙ্গ সাধারণত মেয়েরা, বিশেষ করে সেলেবরা এড়িয়ে যান, তিনি সে সকল বিষয়ই সোজাসাপ্টা কথা বলে থাকেন। সে ট্রোলিং হোক, ওয়ার্ড্রোব ম্যালফাংশন হোক, কিংবা স্বজন পোষনের শিকার, প্রিয়াঙ্কা বোল্ড উত্তর দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন।
তাই বলে বাতকর্ম? না, কেবল করাই নয়, তা আবার হাসি মুখে বলেও ফেললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অস্বস্তির পরিস্থিতির কথা শেয়ার করেন প্রিয়াঙ্কা। জানান, মেক্সিক্যান খাবার ভীষণ মশলা দিয়ে তৈরি হয়। যা কম বেশি সকলের জানা। তবে তার স্বাদ গ্রহণ করতে পিছপা হননি তিনি। সেই খাবার খেয়েই হঠাৎই বাতকর্ম সেরে ফেলেন প্রিয়াঙ্কা। কেউ টের পায়নি যদিও। তিনি জানান, সকলের মাঝে এটা ঘটেছিল, তাই কেউ বুঝতে পারেননি। তবে তিনি তা খোলসা করলেন, যদিও সেই অস্বস্তিকর মুহূর্ত ভুলেও যেতে চান প্রিয়াঙ্কা।
কয়েকদিন আগেই মেটগালায় ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবছর ২০৪ কোটির নেকলেস সকলের নজরের কেন্দ্রে। ভাইরাল হলেন পলকে। বলিউড অভিনেত্রীরা সবসময় তাঁদের গ্ল্যামারাস স্টাইল এবং ইউনিক পোশাকের জন্য পরিচিত। অভিনেত্রীদের পোশাক নিয়ে সবসময়ই আলোচনা হয়। অভিনেত্রীরাও সর্বদা এই প্রচেষ্টায় থাকেন, তিনি এমন পোশাক পরবেন যাতে সবার চোখ তাঁদের দিকেই থাকে। তবে অতীতে যে প্রিয়াঙ্কা রীতিমত ট্রোল্ড হয়েছিলেন রেডকার্পেটে, তিনি এবার ঝড় তুললেন তাঁর হীরের নেকলেসে। সেই ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় চর্চিত।