AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রকাশ্যে মাকে শাসন! অমৃতার সঙ্গে এ কী ব্যবহার করেন সারা?

সারা আলি খান তাঁর মায়ের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ। মায়ের সঙ্গে অধিকাংশ সময়টাই কাটান তিনি একান্তে। মায়ের কাছেই থাকেন সারা। তাই বলে এ কেমন ব্যবহার মায়ের সঙ্গে?

প্রকাশ্যে মাকে শাসন! অমৃতার সঙ্গে এ কী ব্যবহার করেন সারা?
| Edited By: | Updated on: Jul 03, 2025 | 8:24 PM
Share

সারা আলি খান, ভীষণ সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন। প্রথম থেকেই তাঁর মধ্যে স্টারকিডের কোনও ছাপই বর্তমান ছিল না। নিজের মতো করে সারা সকলকে বেশ আপন করে নিতে পারেন। ‘কেদারনাথ’ ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডে পা রেখেছিলেন। এরপর একে একে বেশ কয়েকটি ছবি তাঁর মুক্তি পেলেও বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলেনি কোনও ছবিই। যদিও সারা একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখনও কাজ শিখছেন। তিনি এখনও প্রতিটা পদে-পদে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। ছবির প্রচারেও সক্রিয়ভাবে থাকেন তিনি। একবার ভিকি কৌশলের সঙ্গে তাঁকে উপস্থিত হতে দেখা যায় কপিল শর্মা শোয়ে। সেখানেই ভিকি কৌশল ফাঁস করলেন সারা আলি খানের আসল রূপ।

সারা আলি খান তাঁর মায়ের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ। মায়ের সঙ্গে অধিকাংশ সময়টাই কাটান তিনি একান্তে। মায়ের কাছেই থাকেন সারা। তাই বলে এ কেমন ব্যবহার মায়ের সঙ্গে? নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ভিকি কৌশল। শুনেছিলেন, ঠিক কী কী বলেছিলেন সারা আলি খান। কী দোষ ছিল তাঁর মা অমৃতার? দোষ, একটাই, তিনি ১৬০০ টাকায় একটি তোয়ালে কিনে ফেলেছিলেন। তাতেই বেজায় রেগে গিয়েছিলেন সারা আলি খান।

মাকে প্রশ্ন করে বসেন, “কী দরকার ছিল, মেকআপ ভ্যানে কত তোয়ালে থাকে। তাহলে আলাদাভাবে তোয়ালে কেনার কী প্রয়োজন।” পাশে দাঁড়িয়ে সবটা শুনেছিলেন ভিকি কৌশল। বিশ্বাস করতে পারেননি তিনি সত্যি সারা এভাবে তাঁর মাকে শাসন করছেন। শেষে কোনও উত্তর খুঁজে না পেয়ে ভিকি কৌশল কেবল চুপ করেই থাকেন। অযথা খরচ পছন্দ করেন না সারা, তিনি বরাবরই বেশ গোছানো মেয়ে। যদিও মায়ের সঙ্গে তাঁর সম্পর্কে বিন্দুমাত্র ফাটল ধরেনি কখনও। বরং সারা প্রতিটা পদে তাঁর মায়ের সঙ্গেই থাকতে বেশি পছন্দ করেন।