শাহরুখের এ কেমন অত্যাচার? টু-শব্দ না করে সহ্য করে যান ঐশ্বর্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 23, 2024 | 9:13 PM

Bollywood Gossip: তবুও টু-শব্দটি করেননি ঐশ্বর্য। চুপচাপ সহ্য করে নিয়েছিলেন সবটা। শট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষাও করেছিলেন। এই খবর নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান।

শাহরুখের এ কেমন অত্যাচার? টু-শব্দ না করে সহ্য করে যান ঐশ্বর্য

Follow Us

শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চন, একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। একের পর এক ছবি হিট। দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন কিং। ঐশ্বর্যের সঙ্গে শাহরুখের এক অদ্ভুত সমীকরণ ছিল। মহবতে হোক কিংবা দেবদাস, বারবার এই জুটি চর্চায় নাম লিখিয়েছেন। কিং খানকে নিয়ে যদিও দর্শকদের সেই সমস্ত কথা কম বেশি জানা। অনেকেই জানেন তিনি আরসোলাকে বেজায় ভয় পান। তাই বলে সকলের পছন্দের দোলনাতে ভয়? এমন সত্যি নিজেই সামনে এনেছিলেন তিনি। ঠিক কী ঘটেছিল? ঘটনাটি দেবদাস ছবির। যেখানে দোলনায় দুলে গানের একটি অংশ শুট করতে হয়েছিল শাহরুখ খান ও ঐশ্বর্যকে। সেই সময় তিনি ঐশ্বর্যের হাত খামচে ধরেন। তবুও টু-শব্দটি করেননি ঐশ্বর্য। চুপচাপ সহ্য করে নিয়েছিলেন সবটা। শট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষাও করেছিলেন। এই খবর নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান।

‘পারফেক্ট’ শট পেতে বারবারই রিটেক নিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভনসালী। শাহরুখ খানের ততক্ষণে প্রায় প্রাণ যায় যায়। নিজের এই সমস্যার কথা খুব একটা শেয়ার করেননি অতীতে কিং। তবে এই ছবিতে শুটের পর স্থির করেছিলেন এমন কোনও দৃশ্য থাকলে তিনি কথা বলে নেবেন। যদিও এই ছবির ক্ষেত্রেও তা শেষ মুহূর্তে পরিকল্পনা করা হয়েছিল। শাহরুখ খান কিংবা ঐশ্বর্য আগে জানতেন না গানের কোরিওগ্রাফির কথা। ফলে শাহরুখ খান কোনও কথা বলার সুযোগই পাননি। তবে ওই অবস্থায় হাসিমুখে শট দিতে রীতিমত কাল ঘাম ছুটে গিয়েছিল তাঁর।

Next Article