AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সপাটে ৩ চড়, কোন অপমানে অভিনয় ছাড়তে চান শক্তি কাপুর

১৯৮৩ সাল। 'মাওয়াই' নামে এক ছবির শুটিং করছিলেন তিনি। ছবির প্রথম শটে কাদের খান তাঁকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই সেই থাপ্পড়।

সপাটে ৩ চড়, কোন অপমানে অভিনয় ছাড়তে চান শক্তি কাপুর
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 8:02 PM
Share

শক্তি কাপুর, বলিউডের অন্যতম অভিনেতা। তবে কেরিয়ারের শুরুতেই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তিনি। সহ্য করতে পারেননি সেই মুহূর্তের যন্ত্রণা। বলিউডের ‘ব্যাড বয়’ শক্তি কাপুর। তাঁকে ঘিরে নানা বিতর্ক। তবে জানেন কি অভিনয়ের শুরুতে একবার চড় খেয়ে এই পেশা ত্যাগ করতে চেয়েছিলে শক্তি কাপুর। সেই চড় তাঁকে খেতে হয়েছিল সহ অভিনেতাদের কাছ থেকেই। এক শো’য়ে এসে শক্তি জানান, ১৯৮৩ সাল। ‘মাওয়াই’ নামে এক ছবির শুটিং করছিলেন তিনি। ছবির প্রথম শটে কাদের খান তাঁকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই সেই থাপ্পড়।

এরপরের শটে অরুণা ইরানিও তাঁকে থাপ্পড় মারেন, সেও চরিত্রের প্রয়োজনে। এত জোর থাপ্পড় মারেন যে শক্তি মেঝেতে পড়ে যান। তৃতীয় বারও ঘটে একই ঘটনা।এরপরেই অপমানিত শক্তি ঠিক করে নেন আর তিনি কোনওভাবেই অভিনয় করবেন না। তাঁর কথায়, “আমি কাদের খানকে গিয়ে বলি তোমার পায়ে পড়ছি। আমার টিকিট কেটে দাও। আমি আর ছবি করতে চাই না। আমার কেরিয়ার শেষ। আমি তো এখনও বিয়েও করিনি”।

যদিও সে সময় শক্তিকে বুঝিয়েছিলেন অজয় দেবগণের বাবা বিরু দেবগণ। তিনিই বুঝিয়েছিলেন, চলে যাওয়া কোনও সমস্যার সমাধান হতে পারে না। আর সেই কথা শুনেই থেকে যান শক্তি। কেরিয়ারও শক্ত হয় ক্রমশ। আর তারপর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।