শাশুড়ি মা এবং বৌমার মধ্যে কেমন সম্পর্ক? এ প্রশ্ন ঘরে ঘরে। কেউ বলেন, মা-মেয়ের সম্পর্ক। কেউ বা বলেন, এ সম্পর্ক টক-ঝাল-মিষ্টি। শাশুড়ি এবং বৌমা যখন দু’জনেই সেলেব, তখন তাঁদের সম্পর্ক ঠিক কেমন হয়, তা নিয়েও কৌতূহল থাকে দর্শক মহলে। আর এই জুটি যদি করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) হয়? কেমন হবে সেই খানদানি সম্পর্ক?
সদ্য দ্বিতীয় পুত্রের মা হয়েছেন করিনা। ছেলে নিয়ে বাড়ি ফিরেছেন। প্রতিদিনই ট্রেন্ডে থাকেন বেবো। হঠাৎ করেই নেট নাগরিকদের চর্চায় উঠে এসেছে করিনা-শর্মিলার পুরনো এক সাক্ষাৎকারের প্রসঙ্গ। যেখানে করিনার প্রশংসা করেছিলেন শর্মিলা।
আরও পড়ুন, ‘নোয়ার মা’-এর পর ‘নকল হীরে’তে তৈরি হবে অনিন্দিতার নতুন পরিচয়
বৌমার ঠিক কোন বিষয়টি পছন্দ করেন শাশুড়ি? করিনারই এই প্রশ্নের জবাবে শর্মিলা বলেছিলেন, “তোমার ধারাবাহিকতা আমার ভাল লাগে। যে ভাবে তুমি যোগাযোগ রাখ, সেটা ভাল লাগে। আমি যদি কোনও মেসেজ করি, আমি জানি তুমি ঠিক উত্তর দেবে। সইফ তো দেবেই না। সোহাও অনেক দেরি করে উত্তর দেয়। কিন্তু তুমি উত্তর দেবেই, আমি জানি।”
আরও পড়ুন, ১৬ বছর পরে দেখা হল কনীনিকা এবং মীরের…!
আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং প্রেগন্যান্সি পিরিয়ডেই শেষ করে ফেলেছেন করিনা। সে সময় বাড়ি থেকেও বেশ কিছু কাজ করেছেন তিনি। আপাতত কয়েকদিনের বিরতি। দুই ছেলেকে নিয়ে সময় কাটাবেন। তবে দ্রুত ফ্লোরে ফিরতে চান নায়িকা।