দিয়েছিলেন সবটুকু , এই নায়িকার জন্যই অবিবাহিত রয়ে গেলেন রতন টাটা?
Ratan Tata: রতন টাটা-- বছর ৮৬-র এই 'তরুণ'-এর ভক্তসংখ্যা নেহাত কম নয়। সারা বিশ্ব তাঁকে সমীহ করে চলে। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও কোনওদিনই অহংবোধ ছুঁতে পারেনি তাঁকে।
1 / 8
রতন টাটা-- বছর ৮৬-র এই 'তরুণ'-এর ভক্তসংখ্যা নেহাত কম নয়। সারা বিশ্ব তাঁকে সমীহ করে চলে। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও কোনওদিনই অহংবোধ ছুঁতে পারেনি তাঁকে।
2 / 8
এই ৮৬টা বসন্ত একাই কাটিয়েছেন তিনি। বারংবার বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছে, জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে।
3 / 8
তবে এমন না যে বসন্ত তাঁর মন ছুঁতে পারেনি কখনও। এসেছিল প্রেম, গড়ে উঠেছিল ভালবাসাও। কে ছিলেন তাঁর প্রেমিকা?
4 / 8
শোনা যায় বলিউডের এক লাস্যময়ীর প্রেমেই পড়েন রতন। ১৯৪৪ সালের ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটার প্রাক্তন।
5 / 8
এরপর বেশ কিছু দিন তিনি ছিলেন বিদেশে। তবে 'টারজান গোজ টু ইন্ডিয়া' ছবির মধ্যে দিয়ে সকলের নজর কেড়ে নেন অল্প বয়সেই।
6 / 8
পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর। সত্যজিত রায়ের 'অরণ্যের দিনরাত্রি' থেকে শুরু করে রাজ কাপুরের 'মেরা নাম জোকার'-এ অভিনয় করতে দেখা যায় তাঁকে।
7 / 8
কে, বুঝতে পেরেছেন এবার? তিনি আর কেউ নন বলিউডের বোল্ড বিউটি সিমি গারেওয়াল। বলিউডের আনাচকানাচ সাক্ষী, তাঁর সঙ্গেই প্রেম ছিল টাটার।
8 / 8
পরে তা ভেঙে যায়। কেন সেই প্রেম ভেঙেছিল তা আজও অজানা। তবে পরবর্তীতে এক সাক্ষাৎকারে রতন টাটাকে নিয়ে মুখ খুলেছিলেন সিমি। বলেছিলেন, "রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে। ও খুব ভাল মানুষ।"