রাত ২ টোয় এক ব্যাগ টাকা নিয়ে হাজির অসুস্থ শ্রীদেবী, চমকে গিয়েছিলেন সকলে
Sridevi: শ্রীদেবীকে নিয়ে সিনেপাড়ার অন্দরমহলে নানা গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজও। যা দর্শকদের রীতিমত অবাক করে। এবার তেমনই এক অজানা ঘটনা সামনে আনলেন পরিচালক পঙ্কজ প্রকাশ। সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
শ্রীদেবী, বলিউডের স্টার আইকন। যাঁকে নিয়ে বলিউড থেকে দক্ষিণী সিনেপাড়ায় উত্তেজনার পারদ বরাবরই থাকত তুঙ্গে। পর্দায় তাঁর উপস্থিতি মানেই এক কথায় ছবি হিট। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনিই দর্শক মনে স্টার আইক্যুন হয়ে থেকে গিয়েছেন। সেই শ্রীদেবীকে নিয়ে সিনেপাড়ার অন্দরমহলে নানা গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজও। যা দর্শকদের রীতিমত অবাক করে। এবার তেমনই এক অজানা ঘটনা সামনে আনলেন পরিচালক পঙ্কজ প্রকাশ। সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি।
‘চালবাজ’ ছবির শুটের সময় ঠিক কী কাণ্ড ঘটিয়েছিলেন শ্রীদেবী? শুনে রীতিমত অবাক হতে হয়। শ্রীদেবীর গায়ে তখন জ্বর। এদিকে ছবির শুট শেষ করতে হবে আর মাত্র তিন দিনের মধ্যে। তাই বিরতি নিতে নারাজ ছিলেন তিনি। গায়ে জ্বর নিয়েই বৃষ্টিতে ভিজে চলে শুট। ঘড়ির কাঁটায় তখন রাত ২টো বাজে। শুট সুষ্ঠভাবে শেষ হলে সকলেই অভিনেত্রীকে বাড়ি চলে যাওয়ার জন্য বলেন। তাতে তিনি মোটেও রাজি হননি। বরং সকলকে একটু বসতে বলে স্নানে চলে যান। এরপর এক ব্যাগ টাকা নিয়ে হাজির হলেন, সকলের সামনে।
পরিচালকের কথায়, “সেদিন আমি শ্রীদেবীকে দেখে রীতিমত অবাক। তিনি আমায় জানালেন, সকলের এই কাজ এতটা ভাল হয়েছে, যে তিনি এটা না করে থাকতে পারতেন না। এই শুট সময়ে শেষ হওয়া দরকার ছিল। এতটাই পারফেক্ট ছিল সবটা, যে তিনি নিজে সেটের প্রত্যেকের হাতে টাকা তুলে দিয়েছিলেন।”