Parliament Winter Session: ‘প্রিয়ঙ্কাকে প্রজেক্ট করা হচ্ছে’, কংগ্রেসের ‘গোপন স্ট্র্যাটেজি’ ফাঁঁস করলেন সুদীপ!
Parliament Winter Session: এই ফাঁকেই ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন তিনি বলেন, 'এই অধিবেশনে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ কংগ্রেস'। শুধুই তা-ই নয়, প্রথমবারের জন্য লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে আসা প্রিয়ঙ্কা গান্ধীকে টেনে তোপ দাগেন তিনি।
নয়াদিল্লি: গতকাল তৃণমূলের জুতোয় পা গলিয়ে অম্বেদকর ইস্যুতে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছিল কংগ্রেস। কিন্তু তৃণমূল তো তৃণমূলেই। শীতকালীন অধিবেশনের শেষ দিনেও উত্তাপ চড়েছে সংসদে। যখন শাসক শিবিরের বিরুদ্ধে মিছিলে নেমেছে ইন্ডিয়া জোট, ঠিক তখনই ‘একলা চলো’ নীতিতে অম্বেদকর মূর্তির পাদদেশে নিজেদের আলাদা বিক্ষোভ চালিয়েছে তৃণমূল।
জাতীয় রাজনীতিতে বনিবনার অভাব। কংগ্রেসকে টেক্কা দিয়ে জোটে নিজেদের আধিপত্য কায়েম করার বাসনা। আর তার জেরেই রাজধানীর বুকে এখন ইস্যু কংগ্রেস বনাম তৃণমূল, দাবি ওয়াকিবহাল মহলের। ফলত ‘ফাটল’ যেন আরও চওড়া হচ্ছে ইন্ডিয়া জোটে।
এই ফাঁকেই ফের বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন তিনি বলেন, ‘এই অধিবেশনে প্রধান বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ কংগ্রেস’। শুধুই তা-ই নয়, প্রথমবারের জন্য লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে আসা প্রিয়ঙ্কা গান্ধীকে টেনে তোপ দাগেন তিনি। বলেন, ‘কংগ্রেস শুধু প্রিয়ঙ্কা প্রজেক্ট করছে। আর অম্বেদকর ইস্যুুতে নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে অন্যান্য জোট শরিকদের উপর চাপাচ্ছে।’ তবে এই সকল বিস্ফোরক মন্তব্যের সঙ্গে যে জোট ও অন্যান্য় শরিকদের কোনও যোগাযোগ নেই এই বিষয়টাও কার্যত আকারে ইঙ্গিতে স্পষ্ট করেছেন সুদীপ। জানিয়েছেন, ‘দল নিজের নীতি মেনে এগোচ্ছে এবং ইন্ডি জোটের সঙ্গেও আছে।’
সুদীপের এহেন মন্তব্যের নেপথ্যে বিজেপি-তৃণমূল সেটিং তত্ত্ব দেখছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, ‘,সুদীপবাবুরা মোদীকে খুশি করার ভাষা বলছেন। সংসদে আদানির বিরুদ্ধে মুখ খোলে না। চুপ করে থাকে। এরা আসলে জোটকে দুর্বল করছে।’ অন্যদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘লোকসভা ভোটেও ওরা ছন্নছাড়া ছিল। জোটটা তো একেবারে ভেঙে গিয়েছে।’
উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের শুরু থেকে ভিন্ন পথে কংগ্রেস-তৃণমূল। অধিবেশন শুরু আগে হওয়া কংগ্রেসের ডাকা ইন্ডিয়ার জোটের বৈঠকেও উপস্থিত ছিল না তৃণমূল। উল্টে অধিবেশনে রণনীতি সামলাতে কালীঘাটে বৈঠক করে তৃণমূল। আর আজ শীতকালীন অধিবেশনের শেষ দিনে দাঁড়িয়েও জোটে আধিপত্যের লড়াইয়ে বজায় রইল লড়াই। আম্বেদকর ইস্যুতে দেখা গেল ভাগাভাগি। অন্য দিকে অখিলেশ যাদবের সপার সঙ্গে নাকি বাড়ছে কংগ্রেসের দূরত্ব, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।