Mamata Banerjee: মমতার মঞ্চে মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী, হাসিমুখে সৌজন্য বিনিময়
Mamata Banerjee: মালদহ-মুর্শিদাবাদের পর বৃহস্পতিবার আলিপুরদুয়ারে অনুষ্ঠান রয়েছে তাঁর। জল্পনা বাড়ছিল মমতার এই সভা থেকেই কি প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা যোগ ফুল বদলাবেন? যোগ দেবেন বিজেপি-তে? এ দিন, মমতার সভামঞ্চে দেখা যায় জন বার্লাকে। হাসিমুখে সৌজন্য বিনিময় দু'জনের।
সরকারি প্রকল্পের অনুষ্ঠানে জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ-মুর্শিদাবাদের পর বৃহস্পতিবার আলিপুরদুয়ারে অনুষ্ঠান রয়েছে তাঁর। জল্পনা বাড়ছিল মমতার এই সভা থেকেই কি প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা যোগ ফুল বদলাবেন? যোগ দেবেন বিজেপি-তে? এ দিন, মমতার সভামঞ্চে দেখা যায় জন বার্লাকে। হাসিমুখে সৌজন্য বিনিময় দু’জনের।
এক নজরে সকল আপডেট (সর্বশেষ তথ্য উপরে)
- মমতা বন্দ্যোপাধ্যায়: বক্সা টাইগার রিজার্ভ নিয়ে গ্রিন ট্রাইবুনালের যে সমস্যা আছে তা দেখে নেব।
- মমতা বন্দ্যোপাধ্যায়: জয়গাঁতে কয়েকজন মহিলা জানিয়েছেন, তাঁদের কাছে বস্তি থেকে উচ্ছেদের নোটিস গিয়েছে। আমরা কাউকে উচ্ছেদ করব না। জেলাশাসক, এসপিকে বলাম এটা আমাদের কাজ নয়। আমরা অন্য রাস্তা দেখব। ৫৯ চা বাগান খুলেছি উত্তরবঙ্গে। চা বাগানের মানুষদের পাট্টা ও বাড়ি দুটোই দেওয়া হবে ।
- মমতা বন্দ্যোপাধ্যায়: নেতাজির অন্তর্ধানের ৬৪টা ফাইল রাজ্যের কাছে ছিল। সেটা আমি পাবলিককে দেখার জন্য দিয়েছি।
- মমতা বন্দ্যোপাধ্যায়: আমি আন্দামানে গিয়েছিলাম। নিজে দেখেছি সেলুলার জেলে বেশি ছিল পঞ্চাবি-বাংলার বন্ধুরা। আর বাংলার মধ্যে বক্সার স্বাধীনতা সংগ্রামী বেশি শহিদ হয়েছেন। তাঁদের স্মরণ করছি।