AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সৎ সাহস লাগে…’, দুম করে পদ ছেড়ে দিলেন সারজিস আলম, গদি উলটাবে বাংলাদেশের ইউনূস সরকারের?

Bangladesh: ২১ অক্টোবর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারজিস আলম। ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাবতীয় দায়িত্ব হস্তান্তর করেন তিনি।

'সৎ সাহস লাগে...', দুম করে পদ ছেড়ে দিলেন সারজিস আলম, গদি উলটাবে বাংলাদেশের ইউনূস সরকারের?
সারজিস আলম।Image Credit: Facebook
| Updated on: Jan 24, 2025 | 6:43 AM
Share

ঢাকা: বাংলাদেশের অন্দরে তুমুল ডামাডোল। অন্তর্বর্তী সরকারের মধ্যেই ভাঙন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানালেন, তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছাড়ছেন। তিনি নিজেই ফেসবুকে পোস্ট করে এই কথা জানিয়েছেন।

বুধবার সারজিস আলম ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে লেখেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।”

সারজিস তাঁর পোস্টে লিখেছেন, “যখন মনে হয়েছে, এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে।”

হঠাৎ এই ইস্তফার কারণ হিসাবে সারজিস বলেন যে ফাউন্ডেশনের গতি বাড়ানোর জন্য গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। তিনি আর সাধারণ সম্পাদকের পদে নেই। এখন থেকে এক্সিকিউটিভ কমিটিই পুরো ফাউন্ডেশনের দায়িত্ব পালন করবে। সিইও পদে রয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

২১ অক্টোবর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারজিস আলম। ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাবতীয় দায়িত্ব হস্তান্তর করেন।

এই দুই মাস মেয়াদে কী কী কাজ করেছেন, তার ব্যাখা দিয়ে সারজিস ফেসবুক পোস্টে লেখেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত ভেরিফায়েড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮জনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। প্রায় ১১ হাজার ভেরিফাইড আহতের মধ্যে প্রায় ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান সমন্বায়কদের মধ্যে ‘অল ইজ নট ওয়েল’ বলেই শোনা যাচ্ছে। সরকারের প্রধানদের মধ্যে ব্যক্তিগত বিরোধ চরমে উঠেছে। সারজিসের এই ইস্তফা সেই জল্পনার আগুনেই আরও ঘি ঢালল।