Exclusive: নোংরা ঘর পরিষ্কার নিয়ে টেনশনে থাকি: ইমন

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Mar 10, 2025 | 7:13 PM

Iman Chakraborty: রবিবার বিকেলে টিমের সকলের সঙ্গে রিহার্সাল করছিলেন। নীলাঞ্জন ঘোষের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই শো। এমন শো যেহেতু বাড়ির মধ্যে তৈরি হচ্ছে, ইমন কি বেশি টেনশন করছেন?

Exclusive: নোংরা ঘর পরিষ্কার নিয়ে টেনশনে থাকি: ইমন

Follow Us

নতুন একটা শো ‘তোমাকে দেখবো বলে’ নিয়ে ইদানীং বেজায় ব্যস্ত ইমন চক্রবর্তী। রবিবার বিকেলে টিমের সকলের সঙ্গে রিহার্সাল করছিলেন। নীলাঞ্জন ঘোষের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই শো। এমন শো যেহেতু বাড়ির মধ্যে তৈরি হচ্ছে, ইমন কি বেশি টেনশন করছেন? এমন প্রশ্ন শুনেই ইমন বললেন, ‘একদম ঠিক ধারণা। আমি বেশি টেনশন করি। বিয়ের পর আমার ওসিডি বেড়ে গিয়েছে। আমরা ছোট ফ্ল্যাটে থাকি। কলকাতা শহরে আর কত বড় ফ্ল্যাটে আর থাকা যায়! ব্যান্ডের ছেলেপুলেরা সারাক্ষণ সেখানে আসে। রিহার্সাল করে। আর সকলে এলেই ঘর নোংরা হয়। সেই নোংরা ঘর কী করে পরিষ্কার করব, তা নিয়ে আমার বেশি টেনশন হয়। নোংরা ঘরে আমি একদম থাকতে পারি না।’

এই শো করার প্রস্তুতি পর্বে বর-বউয়ের প্রেম বাড়ল নাকি ঝগড়া বাড়ল? নীলাঞ্জন প্রশ্ন শুনে হেসে বললেন, ‘এমন কিছু করি না যাতে বাড়ির মধ্যে একটা তামাশা হয়ে যায়। তবে সব সময়ে ইমনের ইনপুট নিতে নাকি’। ইমন বললেন, ‘এই লোকটা আমার সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিল। হঠাত্‍ দেখি ছোট-ছোট পুতুল কিনছে। পরে বুঝলাম, এই শোয়ে স্টেজে কে কোথায় দাঁড়াবে, সেটা ছকে দেওয়ার জন্য ও পুতুল কিনেছে। আসলে এখন আমাদের বাড়ির মধ্যে সারাক্ষণ এটাই চলছে’।

আগামী ২২ আর ২৩ তারিখ নজরুল মঞ্চে দেখা যাবে এই শো। গত দু’ মাস অন্য কোনও কাজ করেননি ইমন। নতুন ধরনের একটা শো শ্রোতাদের উপহার দেওয়ার জন্যই ইমন আর নীলাঞ্জন দু’জনেই বদ্ধপরিকর।

Next Article