‘যিনি গোমাংস খান, তিনিই…’, অভিজিতের নিশানায় রণবীর

'ঠোঁটকাটা' হিসাবে ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। কথা হচ্ছে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যর। সম্প্রতি বলিউড তারকাদের নিয়ে একের পর এক মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক। কখনও শাহরুখ খানকে তাঁর তোতলামি নিয়ে বিদ্রুপ করেছেন।

'যিনি গোমাংস খান, তিনিই...', অভিজিতের নিশানায় রণবীর
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2025 | 5:56 PM

‘ঠোঁটকাটা’ হিসাবে ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। কথা হচ্ছে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যর। সম্প্রতি বলিউড তারকাদের নিয়ে একের পর এক মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক। কখনও শাহরুখ খানকে তাঁর তোতলামি নিয়ে বিদ্রুপ করেছেন। আবার কখনও সলমন খানকে বলেছেন, তিনি তাঁর আলোচনার যোগ্য নন। এবার অভিজিতের নিশানায় রণবীর কাপুর। নায়ককে নিয়ে করা মন্তব্য বিতর্ক তৈরি করেছেন।

অভিজিতের অভিযোগ, রামমন্দির উদ্বোধনে এমন একজনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যিনি গোমাংস খান। তিনি বলেন, “আমাদের দেশে যেখানে গরুকে মা হিসাবে পুজো করা হয়, সেখানে এমন ব্যক্তিকে কীভাবে আমন্ত্রণ জানানো হল?” প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনে পুরো কাপুর পরিবার আমন্ত্রিত ছিল, এবং রণবীরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রণবীর কাপুর বর্তমানে শ্রী রামচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের জন্য তিনি মদ্যপান ও নেশা ছেড়ে নিরামিষভোজী হয়েছেন এবং নিজেকে শৃঙ্খলার মধ্যে রেখেছেন। যদিও এটা কি আদৌ সত্যিতবে, গোমাংস খাওয়া নিয়ে তাঁর পুরনো একটি মন্তব্য এখনও তাঁকে বিতর্কে জড়াচ্ছে।

২০১১ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, তিনি গোমাংস খেতে পছন্দ করেন। ২০২২ সালে ব্রহ্মাস্ত্র ছবির প্রচারের সময় সেই মন্তব্য আবার সামনে আসে, যা নিয়ে সমালোচনা শুরু হয়। তখন বজরং দলের সদস্যরা রণবীর ও তাঁর স্ত্রী আলিয়া ভট্টকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন। অভিজিৎ ভট্টাচার্যের এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। রণবীরের ভক্তরা রীতিমতো বিরক্ত গায়কের মন্তব্যে।