AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদেশে বুকে আটক অবসরপ্রাপ্ত মেজর, ভাইকে বাঁচাতে আদালতের দ্বারস্থ সেলিনা

তাঁর অভিযোগ, বিক্রান্তকে “অবৈধভাবে অপহরণ ও আটক” করা হয়েছে। বিচারপতি সচিন দত্তের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির সময় কেন্দ্রের পক্ষের আইনজীবী নিধি রমন আদালতকে জানান, বিক্রান্ত একটি বিশেষ মামলার সঙ্গে যুক্ত থাকায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং মন্ত্রণালয় তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে।

বিদেশে বুকে আটক অবসরপ্রাপ্ত মেজর, ভাইকে বাঁচাতে আদালতের দ্বারস্থ সেলিনা
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 12:38 PM
Share

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির পরিবারে ভয়ানক সংকট। অভিনেত্রীর ভাই, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলি, সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) টানা ১৪ মাস ধরে আটক রয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ২০২৪-এর সেপ্টেম্বর মাসে তাঁকে আটক করা হয়। দীর্ঘ সময় পার হলেও তাঁর মুক্তির বিষয় বা এক্ষেত্রে আইনি অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য পায়নি পরিবার। অবশেষে সেলিনা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ করেছেন।

সম্প্রতি সেলিনা দিল্লি হাই কোর্টে একটি পিটিশন দাখিল করেন, যেখানে তিনি আবেদন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) যেন তাঁর ভাইয়ের আইনি ও চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা নিশ্চিত করে। তাঁর অভিযোগ, বিক্রান্তকে “অবৈধভাবে অপহরণ ও আটক” করা হয়েছে। বিচারপতি সচিন দত্তের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির সময় কেন্দ্রের পক্ষের আইনজীবী নিধি রমন আদালতকে জানান, বিক্রান্ত একটি বিশেষ মামলার সঙ্গে যুক্ত থাকায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং মন্ত্রণালয় তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে।

সেলিনা আদালতের কাছে আবেদন করেছেন, তাঁর ভাইয়ের জন্য পর্যাপ্ত আইনি সহায়তা, নিয়মিত কনস্যুলার অ্যাক্সেস এবং সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়া হোক। তাঁর দাবি, এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও পরিবারকে বিক্রান্তের স্বাস্থ্য বা মামলার অগ্রগতি সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি।

অভিনেত্রী আরও জানিয়েছেন, এতদিনে তাঁর সঙ্গে ভাইয়ের কোনও যোগাযোগ সম্ভব হয়নি। তিনি বলেন, “আমার ভাই একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এখন তিনি কোনও সাহায্য পাচ্ছেন না। আমি শুধু চাই, তাঁর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা হোক।” বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। ফলে পরিস্থিতি নিয়ে বেজায় উদ্বেগে বেড়েছে অভিনেত্রীর পরিবারে।