‘ছবি চললে অনেক ডিভোর্স হবে’, শাহরুখ-রানিদের কেন বলেছিলেন করণ?
ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, প্রীতি জিন্টা ও রানি মুখোপাধ্য়ায়। বৈবাহিক জীবনের জটিলতা নিয়ে তৈরি হয়েছিল ছবির গল্প। পরকীয়া প্রেম ছিল ছবির মূল উপজীব্য। ছবির গল্প অনেকেরই জানা।

একগুচ্ছ বিতর্ক নিয়ে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘কভি আলবিদা না কহে না’। যে ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, প্রীতি জিন্টা ও রানি মুখোপাধ্য়ায়। বৈবাহিক জীবনের জটিলতা নিয়ে তৈরি হয়েছিল ছবির গল্প। পরকীয়া প্রেম ছিল ছবির মূল উপজীব্য।
ছবির গল্প অনেকেরই জানা। রিয়া (প্রীতি জিন্টা) ও দেবের (শাহরুখ খান) বিয়ে হয়। তাদের সম্পর্কের অবনতি হয় দেবের অ্যাক্সিডেন্টের পর। দেব ছিল এক ফুটবল খেলোয়াড়। ব্যবহারেও পরিবর্তন আসে। রিয়াই হয়ে ওঠে পরিবারের প্রধান রোজগেরে ব্যক্তি। সে জন্য আরও নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে দেব। শুরু হয় নানাবিধ জটিলতা। অন্য প্রেমও আসে তার জীবনে। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। কেউ বলেছিলেন ভাল, কারও আবার পছন্দ হয়নি।
সেই সময় দাঁড়িয়ে পর্দার অন্যতম সাহসী গল্প হয়ে উঠেছিল এই ছবি। প্রীতি জিন্টা একবার এই ছবি নিয়ে কথা প্রসঙ্গে এক সিক্রেট ফাঁস করে বসেন। ছবিতে ‘রক অ্যান্ড রোল’ গানটি তাঁর কথা ভেবেই তৈরি করেছিলেন করণ। প্রীতি বলেছিলেন, “ওয়াও, এত বছর হয়ে গেল। আমার আজও মনে আছে করণ যেদিন আমায় ছবির স্ক্রিক্ট পড়ে শুনিয়েছিল। আমরা সবাই তখন লন্ডনে ছিলাম। করণ বলেছিল – ডার্লিং! ছবি চললে অনেক ডিভোর্স হবে। আমরা সবাই ভেবেছিলাম স্বভাবসিদ্ধ মজা করছে করণ। কিন্তু না, বিষয়টা সেরকম মোটেও ছিল না। আমরা দেখে অবাক হয়েছিলাম কীভাবে করণ সম্পর্কের জটিলতা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছে। আমি হতবাক হয়ে গিয়েছিল ওর চিন্তাশক্তি দেখে। আমার সত্যি ভেবে ভাল লাগে, এই গল্পটার চরিত্র হতে পেরেছি। খুব ভয়ে ভয়ে শুটিং করেছিলাম।”
