২০১৮ সালের ডিসেম্বর মাসে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে এবং স্বামীকে নিয়ে এখন নায়িকার সুখের সংসার। তা ইনস্টাগ্রাম দেখলে খানিকটা আন্দাজ করা যায়। তবে প্রথমে বিয়ে করতে তাঁকে কম কাঠখড় পোড়াতে হয়নি। বিদেশি জামাইকে নাকি মন থেকে একেবারে মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। ধন্দে ছিলেন তিনি। আদৌ নিককে বিয়ে করা নায়িকার সঠিক সিদ্ধান্ত হচ্ছে কিনা সেটা নিয়ে। শাশুড়ির মন জয় করতে কী সিদ্ধান্ত নিয়েছিলেন নিক সেটা কি জানেন?
প্রিয়াঙ্কার অনুপস্থিতিতে শাশুড়িকে নিয়ে নৈশভোজে যান নিক। সেখানেই নায়িকাকে বিয়ে করবেন বলে মধু চোপড়ার হাতে পায়ে পড়ে যান নিক। কিছু দিন আগে এক সাক্ষাত্কারে তিনি বলেন, “লাঞ্চের মাঝে নিক আমাকে জিজ্ঞেস করে, মেয়ের জন্য আপনার কীরকম জামাই পছন্দ? আমি সবকটা পয়েন্ট ওকে বলি। সেগুলো শুনেই নিক আস্তে করে আমার হাতটা ধরে বলে- আমিই সেই ছেলেটি। আপনার মেয়ের জীবনসঙ্গী হতে পারি? কথা দিচ্ছি, আপনার তালিকায় যেসমস্ত গুণাবলী রয়েছে, তার কোনওটার অন্যথা হবে না।” তাঁদের বয়সের পার্থক্য নিয়েও কম আলোচনা হয়নি।
এ প্রসঙ্গে নায়িকার মায়ের উত্তর, “বয়সের বিষয়টা আমাকে কোনওদিনই ভাবায়নি। ছেলেটি ভাল। ওরা একে-অপরের প্রতি যত্নশীল। লোকে যা বলে বলুক, আমি কিন্তু খুব খুশি।” তবে যে ভাবে নায়িকা বিয়ে করেছিলেন তা মোটেই পছন্দ হয়নি তাঁর মায়ের।
প্রিয়াঙ্কা বলেন, “আসলে মেয়ে এত ছোট পরিসরে কাউকে নিমন্ত্রণ না করে বিয়ে করবে সেটা ভালো লাগেনি মায়ের। এত পরিচিত লোকজন রয়েছে মায়ের চারদিকে। ওঁর মনে হয়েছিল, একে-তাকে কী করে বাদ দেব? হেয়ারড্রেসার, মেকআপ শিল্পী, বন্ধুবান্ধব…। এর পরে তো আমাকে দেড় লক্ষ লোকের জন্য আরেকটা পার্টির আয়োজন করতে হবে।” আসলে সবাই বাদ দিয়ে এই উদযাপন একেবারেই পছন্দ ছিল না তাঁর।