Shah Rukh Khan: শাহরুখকে নিয়ে ব্যবসা আর নয়, কাজলের সঙ্গে এক বিছানায় শুটিং-এ সাফ না কিং খানের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 24, 2022 | 5:14 PM

Relationship: 'সত্যি যদি কারুর সঙ্গে সম্পর্ক হয়ে থাকে, তবে কেউ কোনও দিন ধরতে পারবে না আমায়, আমি এতটাই বুদ্ধিমান।'

1 / 6
শাহরুখ খান ও কাজলের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলেরই জানা। কখনও কাজ আবার কখনও শাহরুখ, দুজনকেই পড়তে হয়েছে একাধিক প্রশ্নের মুখে।

শাহরুখ খান ও কাজলের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের কথা কম বেশি সকলেরই জানা। কখনও কাজ আবার কখনও শাহরুখ, দুজনকেই পড়তে হয়েছে একাধিক প্রশ্নের মুখে।

2 / 6
বাজিগর ছবি হিট হওয়ার পর থেকেই শুরু জল্পনা। খবরে ছড়িয়ে গিয়েছিল, যে কাজলের সঙ্গে গভীর সম্পর্কে রয়েছেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিটা অভিনেত্রীর সঙ্গেই জড়িয়ে পড়ছিল না।

বাজিগর ছবি হিট হওয়ার পর থেকেই শুরু জল্পনা। খবরে ছড়িয়ে গিয়েছিল, যে কাজলের সঙ্গে গভীর সম্পর্কে রয়েছেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিটা অভিনেত্রীর সঙ্গেই জড়িয়ে পড়ছিল না।

3 / 6
এক ম্যাগাদিন চেয়েছিল, তাঁর ও কাজলের ঘনিষ্ট দৃশ্য শুট করতে। শাহরুখ খান প্রতিবাদ করে বলেন, এই ফান্ডা আর চলবে না। তিনি কাজল কেন, কারুর সঙ্গেই বিছানাতে যেতে রাজি নন।

এক ম্যাগাদিন চেয়েছিল, তাঁর ও কাজলের ঘনিষ্ট দৃশ্য শুট করতে। শাহরুখ খান প্রতিবাদ করে বলেন, এই ফান্ডা আর চলবে না। তিনি কাজল কেন, কারুর সঙ্গেই বিছানাতে যেতে রাজি নন।

4 / 6
সেই ছবির জন্যই শাহরুখ খানের রোম্যান্টি হিরোর তকমা পাওয়া। তবে আজও কিং খান বুঝতে পারেন না যে, তিনি কেন ফেমাস হয়েছিলেন, তাঁর চরিত্রের জন্য, নাকি তিনি নিজে শাহরুখ খান বলে...!

সেই ছবির জন্যই শাহরুখ খানের রোম্যান্টি হিরোর তকমা পাওয়া। তবে আজও কিং খান বুঝতে পারেন না যে, তিনি কেন ফেমাস হয়েছিলেন, তাঁর চরিত্রের জন্য, নাকি তিনি নিজে শাহরুখ খান বলে...!

5 / 6
যদিও ভগ্য ছিল অন্য কাহিনি। এই ছবি করেই শাহরুখ খান রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। কেরিয়ারে এক মাইলস্টোন হয়ে দাঁড়ায় এই ছবি। বারে বারে যা খবরের শিরোনামে ভক্তদের মুখে মুখে উঠে এসেছে।

যদিও ভগ্য ছিল অন্য কাহিনি। এই ছবি করেই শাহরুখ খান রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। কেরিয়ারে এক মাইলস্টোন হয়ে দাঁড়ায় এই ছবি। বারে বারে যা খবরের শিরোনামে ভক্তদের মুখে মুখে উঠে এসেছে।

6 / 6
কারণ হিসেবে জানিয়েছিলেন, আমির খান ও সলমন খানের কথা। তিনি চাননি রোম্যান্টিক হিরো হতে। বরং তিনি চেয়েছিলেন, যে তাঁকে সকলে অন্য জ্যঁরে চিনুক। কারণ ততদিনে সলমন ও আমির প্রতিষ্ঠিত।

কারণ হিসেবে জানিয়েছিলেন, আমির খান ও সলমন খানের কথা। তিনি চাননি রোম্যান্টিক হিরো হতে। বরং তিনি চেয়েছিলেন, যে তাঁকে সকলে অন্য জ্যঁরে চিনুক। কারণ ততদিনে সলমন ও আমির প্রতিষ্ঠিত।

Next Photo Gallery