সীতার চরিত্রে অভিনয়ের জন্যই…! খবর শুনেই মেজাজ হারালেন সাই পল্লবী

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 13, 2024 | 12:23 PM

'রামায়ণ'-এ সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। এই চরিত্রে অভিনয়ের জন্য নায়িকা নাকি সব আমিষ খাবার ত্যাগ করেছেন। এমন খবর চারিদিকে রটতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অভিনেত্রী। বুধবার দক্ষিণের এক সংবাদ মাধ্যমে এমনই দাবি করে। 'রামায়ণ' ছবির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নায়িকা নাকি প্রতিজ্ঞা করেছেন কোনও আমিষ খাবার ছুঁয়েও দেখবেন না।

সীতার চরিত্রে অভিনয়ের জন্যই...! খবর শুনেই মেজাজ হারালেন সাই পল্লবী

Follow Us

‘রামায়ণ’-এ সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। এই চরিত্রে অভিনয়ের জন্য নায়িকা নাকি সব আমিষ খাবার ত্যাগ করেছেন। এমন খবর চারিদিকে রটতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অভিনেত্রী। বুধবার দক্ষিণের এক সংবাদ মাধ্যমে এমনই দাবি করে। ‘রামায়ণ’ ছবির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নায়িকা নাকি প্রতিজ্ঞা করেছেন কোনও আমিষ খাবার ছুঁয়েও দেখবেন না। শহরের বাইরে গেলেই নাকি তিনি ব্য়ক্তিগত রাঁধুনি নিয়ে যাচ্ছেন।

তিনিই সাই পল্লবীকে সব নিরামিষ রান্না রেঁধে দিচ্ছেন। এমন কথা রটার পরেই মুখ খুললেন অভিনেত্রী। রেগে গিয়ে নায়িকা বললেন, ““প্রত্যেক বার মনে হয়, আমি চুপ করে থাকি, এই সব ভিত্তিহীন ও মিথ্যা কথায় ভরা খবর দেখে। মনে হয়, কিছু বলব না এই ধরনের গুজব নিয়ে। কিন্তু এ বার সময় এসেছে, কারণ একের পর এক ঘটেই চলেছে। বিশেষ করে আমার ছবি মুক্তির সময় এগুলো করা হয়। এর পরে এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ালে আমি কিন্তু আইনি পদক্ষেপ করব।”

একাধিক সাক্ষাত্‍কারে অভিনেত্রী জানিয়েছেন তিনি বরাবরই নিরামিষাশী। ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। তাঁকে নিয়েও সেই একই খবর রটেছিল। শোনা গিয়েছিল রামের চরিত্রে অভিনয়ের জন্য নাকি মদ-মাংস সব ত্যাগ করেছেন। কিন্তু রামের চরিত্র পেয়ে তিনি খুবই খুশি। রণবীর বলেছেন, “আমি এই মুহূর্তে আমি ‘রামায়ণ’-এ কাজ করছি। আমার শৈশবের বন্ধু নমিত মলহোত্র খুব নিষ্ঠার সঙ্গে এই ছবি তৈরি করছেন। সারা বিশ্ব থেকে সেরা শিল্পীদের নিয়ে কাজ করছে। কলাকুশলীরা প্রত্যেকে খুব সৃজনশীল। রামের চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। এটা আমার কাছে বড় স্বপ্ন ছিল। এই ছবিতে সব কিছু রয়েছে। পরিবার, স্বামী-স্ত্রী সম্পর্কের সমীকরণ— ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এমন অনেক কিছু শেখাবে এই ছবি।”

Next Article
বড় দুর্ঘটনার মুখে অক্ষয়! ‘হাউজফুল ৫’-এর ফ্লোরে কী ঘটল?
দেবকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন তরুণী! মঞ্চে উঠে যা কাণ্ড ঘটালেন…