দাদার ৫৩ বছরের জন্মদিন, ‘দাদাগিরি’ কি শুরু হবে না?
সৌরভ অন্য চ্যানেলে কবে কোনও নন-ফিকশন শো করবেন, সেটাও এখনও স্পষ্ট নয়। তাই কিছু অনুরাগী লিখছেন, তাঁরা দ্রুত ছোটপর্দায় দেখতে চান দাদাকে। আবার অনেকের প্রশ্ন, 'দাদাগিরি' কি আর হবে না? দাদার অন্য জন্মদিনে এমন প্রশ্ন ঘোরে না। তাই এবারের জন্মদিনে এটা চোখে পড়ার মতো।

৫৩ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলায় তাঁর অনুরাগীরা জন্মদিন সেলিব্রেট করছেন। দাদা নিজেও কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেছেন। এর মধ্যে জি বাংলা চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে ফুটে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু এই বছর বাংলা টিভির নন-ফিকশনে বড় কাণ্ড ঘটে গিয়েছে। সৌরভ চ্যানেল বদল করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে নিয়ে একটা কুইজ শো আসবে স্টার জলসা চ্যানেলে, এরকমই চর্চা রয়েছে। কিন্তু কবে দেখা যাবে সেই শো, তা এখনও ঠিক হয়নি।
লক্ষণীয় সৌরভ জি বাংলার ‘দাদাগিরি’ ছাড়ার পর মনে করা হয়েছিল, দাদার জায়গায় অন্য কোনও তারকা এই কুইজ শোয়ের সঞ্চালনা করবেন। কিন্তু তেমনটা হবে কিনা, তা ঘোষণা করা হয়নি এখনও। আবার সেটা হলেও, খুব তাড়াতাড়ি কিছু হবে না, তা স্পষ্ট হয়ে গেল। এই চ্যানেলে গানের শো ‘সা রে গা মা পা’-র পর ‘ডান্স বাংলা ডান্স’ হয়। তারপর ‘দাদাগিরি’ আসবে এমন প্রত্যাশা ছিল। কিন্তু ঘোষণা করে দেওয়া হলো, গানের নন-ফিকশন আসছে। এর থেকে স্পষ্ট, দাদার পরিবর্তে নতুন সঞ্চালক দিয়ে ‘দাদাগিরি’ নিয়ে আসার জন্য এখনই প্রস্তুত নয় চ্যানেল।
সৌরভ অন্য চ্যানেলে কবে কোনও নন-ফিকশন শো করবেন, সেটাও এখনও স্পষ্ট নয়। তাই কিছু অনুরাগী লিখছেন, তাঁরা দ্রুত ছোটপর্দায় দেখতে চান দাদাকে। আবার অনেকের প্রশ্ন, ‘দাদাগিরি’ কি আর হবে না? দাদার অন্য জন্মদিনে এমন প্রশ্ন ঘোরে না। তাই এবারের জন্মদিনে এটা চোখে পড়ার মতো।
