বলিউডে পা রাখতে চলেছেন মিমি? প্রশ্ন করতেই মিলল উত্তর
Mimi Chakraborty: লক্ষণীয়, ‘পোস্ত’ ছবিতে মিমি কাজ করেছিলেন নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায়। সেই ছবির হিন্দি রিমেকে ছিলেন মিমি। তাই এর আগেই হিন্দিতে কাজ হয়ে গিয়েছে নায়িকার।

সদ্য মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ ‘ডাইনি’। দুর্গাপুজোতে আসবে ‘রক্তবীজ টু’। এই মুহূর্তে শহরে চলছে সেই ছবির শুটিং। নায়িকার সঙ্গেই কথা বলে জানা গেল, শুটিং শুরু দিনেই ভোরবেলা থেকে একদম রাত পর্যন্ত শুটিং চলেছে তাঁর। এর মধ্যে চর্চা, বলিউডের চর্চিত একটা প্রোজেক্টের শুটিংয়ের জন্য মিমি চক্রবর্তী নাকি শহরের বাইরে ছিলেন। সত্যিই কি বলিউডে কাজ করছেন মিমি? তাঁর কাজের পরিধি বাড়বে কি? প্রশ্ন শুনে নায়িকা হাসলেন। মুখে কুলুপ আঁটার ভঙ্গি করে বোঝালেন, এখন কোনও কথা বলবেন না। তবে হাবভাবে এটাও বুঝিয়ে দিয়েছেন, বলিউডে কাজ করতে পারলে খুশি হবেন। লক্ষণীয়, ‘পোস্ত’ ছবিতে মিমি কাজ করেছিলেন নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায়। সেই ছবির হিন্দি রিমেকে ছিলেন মিমি। তাই এর আগেই হিন্দিতে কাজ হয়ে গিয়েছে নায়িকার।
টলিপাড়ার একাধিক নায়ক হিন্দিতে কাজ করছেন। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, জিত্ অভিনীত ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ আসছে। পরমব্রত চট্টোপাধ্যায় বা টোটা রায়চৌধুরী নিয়মিত বলিউডে কাজ করছেন। শাশ্বত চট্টোপাধ্যায় আবার বলিউডের প্রযোজক-পরিচালকদের প্রিয়। তুলনায় বাংলার নায়িকারা কম কাজ করেন বলিউডে। কোয়েল মল্লিক প্রস্তাব পেয়ে ফিরিয়েছিলেন। স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম আর ঋতুপর্ণা সেনগুপ্ত অবশ্য বলিউডে নিয়মিত কাজ করেন। করণ জোহরের ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। মিমির নাম সেই তালিকায় জ্বলজ্বল করলে অনুরাগীরা ভীষণই খুশি হবেন। বলিউডের কোন মুখের পাশে মিমিকে দেখা যাবে, তা নিয়েও আগ্রহ রয়েছে দর্শকদের।





