একজিমা (Eczema) হল একটি চর্মরোগ বিশেষ। এতে ত্বকে খড়খড়ে লাল রঙের ছোপ দেখা যায়। এবং সেই ছোপ গুলি ফুলে পরে ফুলে ফোসকা পড়ে যায়। এমনকী সেইখান থেকে রক্তক্ষরণ অবধি হতে পারে। যেকোনও বয়সে এই সমস্যা হতে পারে। তবে শুধু ত্বকেই (Skin) নয়, এই একজিমার প্রভাব পড়ে মাথার স্ক্যাল্পেওema। অনেক সময়ই মাথার তালু ফুলে যায় সেই সঙ্গেই সেই স্থান চুলকায়। খুশকির সমস্যা বা শ্যাম্পু, কনডিশনর থেকে এই সমস্যা হচ্ছে ভেবে আমরা প্রায়শই এটিকে এড়িয়ে যাই। তবে এ বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আসুন স্ক্যাল্প একজিমার লক্ষণ, কারণ ও প্রতিকার সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক…
একজিমা মূলত দুই প্রকার, এটোপিক ডারমাটাইটিস ও সেবোরোহিক ডারমাটাইটিস। এটোপিক ডার্মাটাইটিস হল একজিমার একটি সাধারণ রূপ। এতে ত্বক লাল হয়ে ফুলে যায় এবং তীব্র চুলকানি হয়। ত্বকে আঁচড়ানোর মতো দাগ আসে এক সময় সেইখান থেকে রক্তক্ষরণ হয়। অন্যদিকে সেবোরোহিক ডারমাটাইটিস মূলত স্ক্য়াল্পে হয়। এতে স্ক্যাল্প ফুলে গিয়ে চুলকোয়। এবং চামড়া উঠতে থাকে। এছাড়াও শরীরের অন্যান্য অংশেও এই সমস্যা দেখা দেয়।
স্ক্যাল্প একজিমার লক্ষণ:
খুশকি: শরীরে একজিমার জীবানু বাসা বাঁধলে খুশকির সমস্যা হয়। ধীরে ধীরে চুল খুশকিতে ভরে যায়।
স্ক্যাল্প চুলকোয়: স্ক্যাল্প একজিমা হলে মাথা চুলকাতে থাকে। এত তীব্র চুলকানি হয় যে একসময় এর ফলে সেই স্থান থেকে রক্তক্ষরণ হয়।
খসখসে ত্বক: এর ফলে ত্বক খসখসে হয়ে ফুলে যায়। একই ভাবে স্ক্যাল্পেও খসখসে ভাব আসে।
ত্বকে লাল ভাব: ত্বকের মধ্যে ফুসকুড়ি হয়। শুধু তাই নয় ত্বকের মধ্যে লাল ভাব আসে।
কী কারণে হয় এই স্ক্যাল্প একজিমা?
মানসিক চাপ: অত্যধিক মানসিক চাপের কারণে স্ক্যাল্প একজিমা হতে পারে।
শুষ্ক স্থানে থাকলে: অতিরিক্ত শুষ্ক বাতাসে থাকলে একজিমা হতে পারে।
হরমোনের তারতম্য: শরীরে হরমোনের তারতম্যের জন্যও একজিমা হয়।
তেলতেলে স্ক্যাল্প: ক্যাল্প তেলতেলে থাকলে সেইখান থেকে এই সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।
মানসিক অসুখ: যেকোনও ধরনের মানসিক অসুখ থাকলেও একজিমার ঝুঁকি বাড়ে।
ড্রাগের ব্যাবহার: ডোপামাইন ব্লকার, লিথিয়ামের মতো ড্রাগ নেওয়ার ফলেও একজিমা হতে পারে।
অনিদ্রা: ঘুমের ব্যাঘাত ঘটলে বা অনিদ্রার সমস্যা থাকলে একজিমার সমস্যা দেখা দেয়।
একজিমার প্রতিকার:
চুল পরিস্কার রাখুন: রোজ চুল ভাল করে শ্যাম্পু দিয়ে পরিস্কার করুন। চুলে ময়লা জমে একজিমা হতে পারে।
মেডিকেডেট শ্যাম্পু: চিকিৎসকের পরামর্শ মতো মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন।
বেবি অয়েল ম্যাসাজ: সপ্তাহে কয়েকদিন বেবি অয়েল দিয়ে ভাল করে স্ক্যাল্প ম্যাসাজ করুন।
ড্রায়ার ব্যাবহারে লাগাম টানুন: চুল শোকানোর জন্য ব্যবহৃত ড্রায়ারের অতিরিক্ত তাপ থেকে এই সমস্যা হতে পারে। চেষ্টা করুন কম তাপে চুল শুকনো করতে।
অতিরিক্ত গরম জল ব্যবহার: স্নানের সময় অতিরিক্ত গরম জল চুলে একেবারেই লাগানো চলবে না।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।