Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: এবার সন্তান জন্ম দিতে লাগবে না শুক্রাণু-ডিম্বাণু! করা যাবে মনের মতো ‘ডিজাইন’?

কৃত্রিম প্রজননের ক্ষেত্রে এক যুগান্তকারী গবেষণার কথা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেই কৃত্রিম প্রজনন পদ্ধতি হল ইন-ভিট্রো গেমটোজেনেসিস বা (IVG)। যার মাধ্যমে ল্যাবের মধ্যেই শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন করা সম্ভব। যা নতুন করে বন্ধ্যাত্ব কাটিয়ে সন্তান লাভের স্বপ্ন দেখাচ্ছে বহু দম্পতিকে।

Explained: এবার সন্তান জন্ম দিতে লাগবে না শুক্রাণু-ডিম্বাণু! করা যাবে মনের মতো 'ডিজাইন'?
Follow Us:
| Updated on: Feb 27, 2025 | 7:20 PM

আইভিএফ বিজ্ঞানের এমন এক অমোঘ দান, যা বহু নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটিয়েছে। বেশি বয়সী মহিলা, বিশেষ কোনও অসুখে আক্রান্ত হওয়া বা অন্য নানা কারণের জন্য যাঁরা সন্তান জন্ম দিতে অক্ষম ছিলেন তাঁদের কাছে বড় বিকল্প হয়ে উঠেছে। কৃত্রিম প্রজনন পদ্ধতিতে নারীর শরীর থেকে ডিম্বাণু এবং পুরুষের থেকে শুক্রাণু সংগ্রহ করে ল্যাবে দুটির মিলন ঘটানো হয়। পরে সেই নিষিক্ত ডিম্বাণু পুনরায় মাতৃ গর্ভে স্থাপন করা হয়। সুস্থ সবল আগামী প্রজন্ম গড়ে তুলতে সর্বোপরি নিঃসন্তানদের মুখে হাসি ফোটাতে এই পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয়। এবার তার থেকেও আরও কয়েক ধাপ এগিয়ে গেল বিজ্ঞান। কৃত্রিম প্রজননের ক্ষেত্রে এক যুগান্তকারী গবেষণার কথা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেই কৃত্রিম...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন