Bird Flu Symptoms: বার্ড ফ্লু-তে মৃত্যু ব্যক্তির, এই রোগের উপসর্গ ও প্রতিরোধের উপায় জানুন

Sukla Bhattacharjee |

Jun 06, 2024 | 11:13 PM

Bird Flu: ভারত সরকার বার্ড ফ্লু সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে রাজ্যগুলিকে এই ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। সব রাজ্যকে পাখি ও মুরগির মৃত্যুর দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা পোল্ট্রি ফার্মে কাজ করেন তাঁদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। আগেও ভারতে বার্ড ফ্লুর সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে মানুষের মধ্যে এর সংক্রমণের খবর নেই।

Bird Flu Symptoms: বার্ড ফ্লু-তে মৃত্যু ব্যক্তির, এই রোগের উপসর্গ ও প্রতিরোধের উপায় জানুন
বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ। প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: বার্ড ফ্লু-র কথা বর্তমানে কারও অজানা নয়। সাধারণত, মুরগি এবং পশু-পাখির মধ্যেই বার্ড ফ্লু সংক্রমণ হয়। তবে সম্প্রতি মানুষের মধ্যেও বার্ড ফ্লু সংক্রমণ ও মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। খবরটি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। স্বাভাবিকভাবেই এটা এখন উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তরফে জানানো হয়েছে, মেক্সিকোতে ৫৯ বছর বয়সি এক ব্যক্তির বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি H5N2 স্ট্রেনে আক্রান্ত ছিলেন। যদিও তাঁর কোমর্বিডিটি ছিল। তবে মৃত্যুর কারণ বার্ড ফ্লু বলা হয়েছে। এই রোগে মানুষের মৃত্যুর এটিই প্রথম ঘটনা বলে জানা গিয়েছে।

ইউএস সিডিসি অনুসারে, মেক্সিকোর এই ব্যক্তি গত ২৩ মে সংক্রামিত হন। প্রথমে বুঝতে পারেনি তিনি এই রোগে আক্রান্ত। পরে উপসর্গগুলি জোরাল হতে থাকে এবং গত ৫ জুন তাঁর মৃত্যু হয়। সিডিসি-র মতে, কোনও ব্যক্তির থেকে এই ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটেনি। তবে এই ব্যক্তি কোনও মানুষ বা পাখি থেকে সংক্রামিত হয়েছিলেন কি না, তা এখনও পরিষ্কার নয়।

বার্ড ফ্লু সম্পর্কে সতর্কবার্তা দিয়ে সিডিসি জানিয়েছে, এই রোগ করোনার চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক। এর রোগে মৃত্যুর হারও কোভিডের চেয়ে বেশি। যদি এর সংক্রমণ মানুষের মধ্যে ঘটে তবে এটি মারাত্মক হতে পারে। তাই এখন থেকে সতর্ক হওয়া দরকার।

ভারতেও সতর্কতা জারি করা হয়েছে

ভারত সরকার বার্ড ফ্লু সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে রাজ্যগুলিকে এই ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। সব রাজ্যকে পাখি ও মুরগির মৃত্যুর দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা পোল্ট্রি ফার্মে কাজ করেন তাঁদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। আগেও ভারতে বার্ড ফ্লুর সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে মানুষের মধ্যে এর সংক্রমণের খবর নেই।

এপিডেমিওলজিস্ট ডা. অজয় ​​কুমার জানান, বার্ড ফ্লুতে মানুষকে সংক্রমিত করা খুবই কঠিন, কিন্তু মেক্সিকোতে ব্যক্তির মৃত্যু উদ্বেগের কারণ। গত কয়েক বছর ধরে সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পাখি ছাড়াও এই ভাইরাস এখন গরু এবং অন্যান্য কিছু প্রাণীর মধ্যেও ছড়াচ্ছে। এবার মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটেছে। এখন থেকে সতর্ক না হলে এটা বিপজ্জনক হতে পারে। তাই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার উপসর্গ ও প্রতিরোধ সম্পর্কে জানতে হবে।

বার্ড ফ্লু-তে সংক্রমিত হওয়ার লক্ষণ কী কী?

বার্ড ফ্লু-তে সংক্রমিত হলে কোভিডের মতোই মাত্রাতিরিক্ত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, শ্বাসকষ্ট, খিঁচুনির মতো উপসর্গ দেখা যাবে।

কীভাবে বার্ড ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন?

১) আক্রান্ত পাখি ও হাঁস-মুরগির কাছে যাবেন না।

২) ভালো করে রান্না করা মাংস খান।

৩) রান্না করা এবং কাঁচা মাংস আলাদা জায়গায় সংরক্ষণ করুন।

৪) হাত ধোয়ার পর খাবার খান।

Next Article