কোভিডের বুস্টার ডোজ দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১০ এপ্রিল থেকে ১৮ বছরের বেশি সকলকেই কোভিডের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে যেমন জানানো হয়েছে রবিবার প্রথম দিনেই ১৮-৬০ বছর বয়স পর্যন্ত মোট ৯,৬৭৪ জন কোভিডের টিকা পেয়েছেন। আপাতত ২ কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। কিন্তু যে ভাবে কোভিড বুস্টার টিকাকরণ চলছে তাতে গতি কিছুটা শ্লথ হয়েছে বলেই মনে করছেন অনেকে। তবে এক্ষেত্রেই অনেকেই টিকার দাম, টিকা নিয়ে বিভ্রন্তি এসব বিষয়কেই কিন্তু দায়ী করছেন।
বেশ কয়েক সপ্তাহ ধরে ভারতে কোভিড মৃত্যুর হার ছিল কম। সংক্রমণের গ্রাফও ছিল নীচের দিকে। যে কারণে অনেক রাজ্যই কোভিড বিধি শিথিল করেছিল। কিন্তু কয়েক দিন কোভিড সংক্রমণের গ্রাফ আমাদের দেশেও ঊর্ধ্বমুখী। এদিকে কোভিড বুস্টার ডোজের গতি দিল্লিকেও বেশ শ্লথ ছিল। যে কারণে অ্যাপলো, ফোর্টিস হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে অতি দ্রুত সেখান থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু করা হবে।
ডক্টর সুমিত আগরওয়াল, সিনিয়র কনসালট্যান্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফরিদাবাদের সর্বোদয় হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের জেনারেল ফিজিশিয়ান নিউজ ৯-কে যেমন জানান, ‘বুস্টার ডোজের প্রয়োজনীয়তা সম্বন্ধে এখনো মানুষের মনে কিছু বিভ্রান্তি রয়েছে। কেন ভ্যাকসিন নিতে হবে সেই কারণও অনেকেই বুঝেছেন না। এছাড়াও ভ্যাকসিনের দাম, কবে বুস্টার ডোজ দেওয়া হবে , কেন টিকা নিতে হবে এই নিয়েও বিভ্রান্ত রয়েছে অনেকের মধ্যে। কিন্তু বুস্টার ডোজ নিতে অনেকেই কিন্তু আগ্রহী। সেকথা কিন্তু অনেক চিকিৎসকও বলেছেন’। ১৮ বছরের বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজের ঘোষণা করা হয়েছে ৯ এপ্রিল। কিন্তু তাতে ভ্যাকসিনের দাম কতটা হতে পারে সেই বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা ছিল না। সিরাম ইনস্টিটিউটের তরফে টিকার দাম কমানোর কথা ঘোষণা করা হলেও কোনও সরকারি সংস্থা কিন্তু এই দাবিকে সমর্থন করেনি।
টিকার সংশোধিত যে মূল্য ধার্য করা হয়েছে তাতে কোভিড টিকার দাম ২২৫ করে ধার্য করা হয়েছে। কোভিশিল্ডের আগে দাম ছিল ৬০০ এবং কোভ্যাক্সিনের প্রতি ডোজ ছিল ১২০০। সেখান থেকে দাম কমে ২২৫ হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরাই বেসরকারি উদ্যোগে ভ্যাকসিন নেবেন তাঁদের এই মূল্যই দিতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
আরও পড়ুন: World Parkinson’s Day: পারকিনসন্সের এই কয়েকটি সাধারণ লক্ষণ কিন্তু কোনও ভাবেই উপেক্ষা নয়…