AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dental Health and Cancer: দাঁতের ক্যাভিটি থেকে সত্যি ক্যানসার হতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

Dental Health and Cancer: ইনফেকশন, দাঁতের ক্ষয় বা ফোঁড়া পর্যন্ত হতে পারে। কিন্তু অনেকের প্রশ্ন, এই সাধারণ ক্যাভিটি কি সত্যিই ক্যানসারের রূপ নিতে পারে?

Dental Health and Cancer: দাঁতের ক্যাভিটি থেকে সত্যি ক্যানসার হতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?
| Updated on: Jul 20, 2025 | 5:49 PM
Share

দাঁতের ক্যাভিটি মানে দাঁতের ক্ষয়। সাধারণত দাঁতের এনামেল ও ডেন্টিন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ঘটে এটি। খুবই সাধারণ ডেন্টাল সমস্যা। অথচ এটিকে ঠিক সময়ে চিকিৎসা না করালে হতে পারে বড় বিপত্তি। ইনফেকশন, দাঁতের ক্ষয় বা ফোঁড়া পর্যন্ত হতে পারে। কিন্তু অনেকের প্রশ্ন, এই সাধারণ ক্যাভিটি কি সত্যিই ক্যানসারের রূপ নিতে পারে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সরাসরি দাঁতের ক্যাভিটি ক্যানসার সৃষ্টি করে না, তবে দীর্ঘদিন ধরে উপেক্ষিত ও চিকিৎসাহীন ক্যাভিটি থেকে মুখগহ্বরের ক্যানসার (Oral Cancer) হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যেতে পারে।

প্রথমত, দাঁতের ক্যাভিটি হলে সেই জায়গায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জমে। এই দীর্ঘস্থায়ী সংক্রমণ ও প্রদাহ মুখের টিস্যুকে বারবার ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘমেয়াদে এই টিস্যুগুলোতে কোষের অস্বাভাবিক পরিবর্তন (mutation) হতে পারে, যা ক্যানসার গঠনের অন্যতম কারণ।

যদি ক্যাভিটি থেকে পুঁজ বা ইনফেকশন গালের ভিতরে ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা না হয়, তাহলে তাও ধীরে ধীরে গালের কোষ বা গামের টিস্যুতে ক্রনিক ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি করে। এ ধরনের প্রদাহ থেকেই পরবর্তীকালে ক্যানসার হতে পারে।

অনেক সময় ক্যাভিটি আক্রান্তদের যদি পানের নেশা, জর্দা, খৈনি জাতীয় কোনও নেশার জিনিস খাওয়ার অভ্যাস থাকে তাহলে তা থেকে মুখগহ্বরের কোষে কেমিক্যালের ক্রমাগত প্রভাবে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

মনে রাখবেন, দাঁতের সমস্যা থাকলে অনেকেই নিয়মিত ডেন্টাল চেকআপ এড়িয়ে যান। ফলে মুখগহ্বরের ক্যানসারের প্রাথমিক লক্ষণ যেমন — ঘা না শুকানো, রক্তপাত, গালের সাদা বা লাল ছোপ ইত্যাদি সময়মতো ধরা পড়ে না।

কী ভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন?

১। ক্যাভিটি হলে দ্রুত চিকিৎসা করুন, ফিলিং বা রুট ক্যানাল করান। চিকিৎসক যা বলছে তা মেনে চলুন।

২। দিনে অন্তত দু’বার ব্রাশ করুন এবং অন্তত ৬ মাস অন্তর একবার করে ডেন্টাল চেকআপ করুন।

৩। তামাকজাত দ্রব্যের নেশা ছাড়তেই হবে। এটাই কিন্তু ক্যানসারের বড় কারণ হতে পারে।

৪। মুখে ঘা, ফোলাভাব বা দীর্ঘস্থায়ী অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন

মনে রাখবেন, দাঁতের ক্যাভিটি সরাসরি ক্যানসার না হলেও, এটি উপেক্ষা করলে মুখগহ্বরের ক্যানসারের সম্ভাবনা তৈরি হতে পারে।