Tattoo And Diabetes: শরীরের কোথায় ট্যাটু নয় মোটেই, যদি থাকে ডায়াবেটিস?
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Feb 19, 2024 | 2:00 PM
Health tips: যদি ত্বকের ফোলাভাব লালভাব না কমে দু দিন পর, ত্বকে চুলকানি অস্বস্তি বাড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এর সঙ্গে যদি ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা এবং কোনও রকম রঙিন কোনও কিছু নিষ্কাশিত হতে থাকে তাহলে সাবধান। তবে ডায়াবেটিসে বডি আ্রট করাবেন না, কোনও জটিল ট্যাটু করাবেন না। তবে গোড়ালিস পা, নিতম্ব কিংবা পিঠে ট্যাটু করাবেন না। করতে হলে হাতে করুন
1 / 8
ট্যাটু অনেকেরই খুব পছন্দের। ফ্যাশনের অন্যতম পার্টও বটে। এই জেনরেশনের মধ্যে যেমন ট্যাটুর ক্রেজ বেড়েছে তেমনই মধ্যবয়সীদেরও বেশ পছন্দ ট্যাটু। তবে এই ট্যাটু করানোর বেশ কিছু নিয়ম রয়েছে
2 / 8
এখন ব্লাডসুগারের সমস্যা ঘরে ঘরে। বিশেষত টাইপ ২ ডায়াবেটিস। ট্যাটু যেহেতু পুরোটাই শরীরে ,সুচ ফুটিয়ে করা হয় সেক্ষেত্রে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কি করাতে পারে?
3 / 8
যদি আপনিও টাইপ ২ ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন আর সঙ্গে ট্যাটু করাতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সেই সঙ্গে এই কয়েকটি বিষয়ও আপনাকে জেনে রাখতে হবে
4 / 8
প্রথমেই দেখুন যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা। তার জন্যে বাড়ির গ্লুকোমিটারে রক্তপরীক্ষা করলে চলবে না। কোনও প্যাথলজি থেকে করে আসুন আর সেই রিপোর্ট নিয়ে আগে চিকিৎসকের কাছে যান
5 / 8
টাইপ ২ ডায়াবেটিস বা যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে তাদের A1C পরীক্ষা করতে হবে। সেই সঙ্গে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কতটা রয়েছে তাও পরীক্ষা করে দেখা জরুরি। ট্যাটু করার সময় অনেকটা লাগে । HbA1c রক্তপরীক্ষায় রিপোর্ট যদি ৫ থেকে ৬ এর মধ্যে থাকে তবেই ট্যাটু করান
6 / 8
এই সময়টুকু ধৈর্য ধরে বসে থাকতে হয়। জল খাওয়ার মত সুযোগ থাকে না। একটানা বসে থাকা, জল না খাওয়ার ফলে শরীর ডিহাইড্রেট হয়ে যায় আর রক্তশর্করা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ট্যাটু করার সময় শরীরে অন্কবার সুচ ফুঁড়তে হয়
7 / 8
দ্রুততম যে সুচ দিয়ে ট্যাটু করা হয় সেই সুচ মিনিটে ৩০০ বার ফোটে শরীরে। আর তাই স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মেনে চলতে হবে। নইলে সেখান থেকে সংক্রমণ, যে জায়গায় ট্যাটু করা হচ্ছে তা ফুলে যেতে পারে। এছাড়াও হতে পারে ত্বকের সমস্যা। ওই জায়গাটা লাল হয়ে যেতে পারে
8 / 8
যদি ত্বকের ফোলাভাব লালভাব না কমে দু দিন পর, ত্বকে চুলকানি অস্বস্তি বাড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এর সঙ্গে যদি ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা এবং কোনও রকম রঙিন কোনও কিছু নিষ্কাশিত হতে থাকে তাহলে সাবধান। তবে ডায়াবেটিসে বডি আ্রট করাবেন না, কোনও জটিল ট্যাটু করাবেন না। তবে গোড়ালিস পা, নিতম্ব কিংবা পিঠে ট্যাটু করাবেন না। করতে হলে হাতে করুন