Breast Cancer: কালো ব্রা স্তন ক্যানসারের কারণ? যে সব মিথ জেনে রাখা প্রয়োজন

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Nov 04, 2022 | 6:49 PM

Myth: স্তন ক্যানসার নিয়ে একাধিক লেখালেখি হলেও এখনও সব মহিলা নিয়মিত ভাবে নিজেদের স্তন পরীক্ষা করে দেখেন না। সমস্যা হলে তা লুকিয়ে রাখেন। লোকসম্মুখে বলতে লজ্জা পান

Breast Cancer: কালো ব্রা স্তন ক্যানসারের কারণ? যে সব মিথ জেনে রাখা প্রয়োজন
সচেতনতার অভাবেই ছড়াচ্ছে রোজ

Follow Us

বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে স্তন ক্যানসার। বিশ্বজুড়ে প্রতি বছর  একাধিক মহিলা আক্রান্ত হন স্তন ক্যানসারে। ইদানিং সেই সংখ্যাটা আরও বেশি বেড়েছে। আর এর নেপথ্যে কারণ হিসেবে চিকিৎসকেরা জোর দেন অসচেতনতাকেই। স্তন ক্যানসার নিয়ে একাধিক লেখালেখি হলেও এখনও সব মহিলা নিয়মিত ভাবে নিজেদের স্তন পরীক্ষা করে দেখেন না। সমস্যা হলে তা লুকিয়ে রাখেন। লোকসম্মুখে বলতে লজ্জা পান। আর এই কারণেই সমস্যা আরও বেশি তীব্র হচ্ছে। সম্প্রতি দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে স্তন ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ রুচা কৌশিকও জানিয়েছেন- অসচেতনতাই এর প্রধান কারণ। একই সঙ্গে হিন্দুজা হাসপাতালের ওই চিকিৎসক জানিয়েছেন এখনও আমাদের মধ্যে বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে।

অনেকের ধারণা,  স্তনে কোনও মাংসপিণ্ড হলে সেখান থেকে ছড়াতে পারে ক্যানসার। শুধু তাই নয়। টিউমার হলে সাধারণ OPD-তে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করা হয়। এরপর রিপোর্টে যদি কিছু আসে তারপর চিকিৎসক চিকিৎসা শুরুর পরামর্শ দেন। এখানেই শেষ নয়, ক্যানসার হয়েছে কিনা তা চূড়ান্ত ভাবে ৩-৪ দিনের মধ্যেই বলে দেওয়া যায়। আর এই মিথই কাল করেছে।

ক্যানসার মানেই জীবন শেষ। এই কথাও ঠিক নয়। কারণ যদি প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার ধরা পড়ে তাহলে সম্পূর্ণ ভাবে সেরে ওঠার সুযোগ রয়েছে। এছাড়াও চিকিৎসা পদ্ধতি এখন আগের চাইতে অনেক বেশি উন্নত। গবেষণার পর নিত্য নতুন চিকিৎসা পদ্ধতি আর ওষুধও আবিষ্কার হয়েছে। ফলে এত ভয় পাওয়ার কোনও কারণ নেই।

ম্যামোগ্রাফি মানেই ক্যানসার নয়। আর চিকিৎসক না বলা অবধি যে ম্যামোগ্রাফি করা যাবে না এমনটাও নয়। ২৫ বছর বয়সের পর থেকে সব মহিলার উচিত বছরে একবার করে ম্যামোগ্রাফি করানো। আর সেই রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।

Mastectomy অর্থাৎ অপারেশন করে সম্পূর্ণ স্তন বাদ দিলেই যে ক্যানসার গোড়া থেকে নির্মূল হয়ে যাবে এরকমটাও নয়। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। অপারেশনের পরও ছড়াতে পারে ক্যানসার। তাই রেডিয়েশন পদ্ধতি আবশ্যক। কিন্তু তা কতদিন চলবে তার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

কালো ব্রা ক্যানসারের কারণ। এই তত্য সম্পূর্ণ ভাবে ভ্রান্ত। এর কোনও তথ্য প্রমাণ নেই। কোনও রঙের ব্রা থেকে ক্যানসার ছড়াতে পারে এমন নয়। স্তনের কোষ ইলাস্টিকের মত। তাই সাপোর্টের জন্য টাইট ব্রা পরার পরামর্শ দেওয়া হয়।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Next Article