Cinnamon Milk: ডায়াবেটিস থাকবে বশে, মস্তিষ্ক দৌড়াবে কম্পিউটারের মতো, শুধু পান করুন এই বিশেষ দুধ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 12, 2023 | 4:00 PM

Healthy Milk: এই বিশেষ দুধ পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও দারুচিনির দুধ রক্তচাপ কমাতেও সাহায্য করে। আপনার যদি রক্তচাপের সমস্যা থাকে তবে প্রতিদিন দুধের সঙ্গে দারুচিনি মিশিয়ে খেতে পারেন। উপকার পাবেন।

Cinnamon Milk: ডায়াবেটিস থাকবে বশে, মস্তিষ্ক দৌড়াবে কম্পিউটারের মতো, শুধু পান করুন এই বিশেষ দুধ
দারুচিনির দুধ

Follow Us

সুস্থ থাকা আমাদের সকলের কাম্য। তবে বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে শরীরের নানা সমস্যা দেখা দিতে থাকে। আমাদের স্বাস্থ্য কিন্তু কিছুটা আমাদের হাতেও। কারণ আপনার জীবনধারার উপরই নির্ভরশীল শরীর। সবার আগে এর জন্য নজর দেওয়া প্রয়োজন ডায়েটে। জানেন কি আমাদের রান্নাঘরে এমন অনেক মশলা রয়েছে যা সঠিকভাবে ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়।এমনই একটি মশলা হল দারুচিনি। দুধে দারুচিনি মিশিয়ে পান করলে অনেক রোগ দূরে থাকে। আপনি চাইলে দুধে হলুদ এবং আদাও যোগ করতে পারেন। এই সোনালি দুধ ক্লান্তি ও দুর্বলতা দূর করতে সাহাশ্য করে। সবচেয়ে বেশি উপকার পাবেন দারুচিনির সঙ্গে দুধ মিশিয়ে খেলে। আসুন জেনে নেওয়া যাক এর উপকারিতা…

মস্তিষ্ক তীক্ষ্ণ করে:

‘মেডিকেল নিউজ টুডে’তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এই বিশেষ দুধ খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয়। এটি স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে তোলে। দুধে দারুচিনি যোগ করলে এর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। প্রতিদিন এই দুধ খেলে মানুষের মানসিক স্বাস্থ্যও ভাল থাকে।

হার্ট সুস্থ রাখে:

দারুচিনি মিশিয়ে দুধ খেলে হার্টও সুস্থ থাকে। এটি হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তাই হার্ট সুস্থ রাখতে আপনি প্রতিদিন দুধ এবং দারুচিনি খেতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

দুধের সঙ্গে দারুচিনি মিশিয়ে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঘন-ঘন ঠাণ্ডা লাগা, মাথাব্যথা ইত্যাদি সমস্যা মেটাতে খুবই উপকারী এই দুধ।

হাড় মজবুত করে:

দুধে ক্যালসিয়াম রয়েছে। এটি খেলে হাড় মজবুত হয়। দুধে দারুচিনি যোগ করলে এর পুষ্টিগুণ কয়েক গুণ বৃদ্ধি পায়। এই সোনালি দুধ খেলে হাড় মজবুত হয়।

হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে:

দারুচিনি মিশিয়ে দুধ পান করলে হজম প্রক্রিয়া শক্তিশালী হয়। শুধু তাই-ই নয় এতে পেট ভালভাবে পরিষ্কার হয়। এবং এটি পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বাড়ে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ:

এই বিশেষ দুধ পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও দারুচিনির দুধ রক্তচাপ কমাতেও সাহায্য করে। আপনার যদি রক্তচাপের সমস্যা থাকে তবে প্রতিদিন দুধের সঙ্গে দারুচিনি মিশিয়ে খেতে পারেন। উপকার পাবেন।

 

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Next Article