Coronavirus: কোভিডের ভাইরাস বাতাসে ২০০ ফুট পর্যন্ত সংক্রমিত হতে পারে! বলছে নতুন সমীক্ষা…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 18, 2022 | 7:32 PM

কোভিডের ভাইরাস শ্লেষ্মায় দীর্ঘক্ষণ বেঁচে থাকে এবং সেখান থেকেই কিন্তু হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমণ ছড়ায়। আর তাই সব সময় মুখে মাস্ক রাখা আবশ্যক

Coronavirus: কোভিডের ভাইরাস বাতাসে ২০০ ফুট পর্যন্ত সংক্রমিত হতে পারে! বলছে নতুন সমীক্ষা...
বাতাসের মাধ্যমেই ছড়ায় কোভিড ভাইরাস

Follow Us

কোভিড ভাইরাসও যে বায়ুবাহিত এসব আগের বেশ কিছু সমীক্ষায় তুলে ধরা হয়েছে। তবে শ্বাসযন্ত্রে যে কোভিড ভাইরাস আক্রমণ করে তা কিন্তু দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে এবং সহজেই সংক্রমণ ছড়ায়। সম্প্রতি ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি এর প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা চমকপ্রদ একটি তথ্য সামনে এসেছেন। আর সেখানেই তাঁরা জানিয়েছেন, মিউকাসের মধ্যে এই ভাইরাস অনেকক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবং এই ভাইরাস ২০০ মিটার পর্যন্ত কিন্তু সংক্রমণ ছড়াতে সক্ষম। এই গবেষণার সঙ্গে যুক্ত লিওনার্ড পিস যেমন জানিয়েছেন, কোনও সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার ১৫ মিনিটের মধ্যেই অপর জন সংক্রমিত হয়েছেন এমন তথ্য পাওয়া গিয়েছে আগেই। আর তার থেকেই অনুমান শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেই কিন্তু ছড়াচ্ছে কোভিডের ভাইরাস। যে কারণে বলা হচ্ছে, সব সময় মাস্ক ব্যবহার করুন এবং অবশ্যই সামাজিক দূরত্ববিধি মেনে চলুন।

কোভিডের ভাইরাস কিন্তু প্রথমে আক্রমণ করে শ্বাসযন্ত্রেই। আর সেখানে ভাইরাস শ্লেষ্মার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকে। পরবর্তীতে কিন্তু তাই নিঃশ্বাসের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। ২০- ৪৫ মিনিট সময় পর্যন্ত তা অতিরিক্ত সক্রিয় থাকে। আর সেখান থেকেই দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ে। যে খানে বায়ু চলাচলের সুযোগ কম সেখানে এই অ্যারোসলগুলো অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকে। স্কুল, সিনেমাহল, সভা-সমাবেশ, পার্টি থেকে যে কারণে বেশি আক্রান্তের খবর আসে। যে কারণে বদ্ধ জায়গা থেকে সবচেয়ে বেশি সংক্রমণের খবর আসে। তুলনায় ফাঁকা মাঠ অনেক বেশি নিরাপদ। বদ্ধ জায়গায় অনেকে থাকলে যেমন দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকা যায় না তেমনই কিন্তু সেখানে সামাজিক দূরত্ব মেনে চলাও সম্ভব হয় না। ফলে সংক্রমণের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। এছাড়াও যাঁরা গ্রাউন্ড ফ্লোর বা নীচের ঘরে থাকেন তাঁদেরও কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে। এমনটাই উঠে এসেছে বিভিন্ন গবেষণায়।

আর তাই কোভিডের ভ্যাকসিন নিলেও সব সময় মুখে মাস্ক রাখার কথা বলেছেন চিকিৎসকরা। সেই সঙ্গে ভিড়, জমায়েত যে কোনও অনুষ্ঠান এসব কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। সামাজিক দূরত্ব বজায় রাখাও প্রয়োজন। এতে যেমন নিজে সুস্থ থাকবেন তেমনই আশপাশের মানুষরাও থাকবেন সুরক্ষিত। মনে রাখতে হবে, কোভিড কাল এখনও ফুরিয়ে যায়নি। প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন এখনও। নিজেরা সুস্থ থাকলে তবেই দ্রুত ফেরা যাবে স্বাভাবিক জীবন ছন্দে।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন:  Chronic Migraine: মাইগ্রেন নাকি সাধারণ মাথাব্যথা? ফারাক করবেন যে ভাবে…

Next Article