AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diabetes in Women: মহিলাদের রক্তে শর্করার মাত্রা বাড়ছে কি না এই ৭ লক্ষণেই ধরে ফেলুন

পুরুষ ও মহিলাদের দেহে ডায়াবেটিসের লক্ষণ ভিন্ন হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে মহিলাদের শরীরে বেশ কয়েকটি লক্ষণ দেখা দেয়। জেনে নিন তেমনই ৭ লক্ষণ।

Diabetes in Women: মহিলাদের রক্তে শর্করার মাত্রা বাড়ছে কি না এই ৭ লক্ষণেই ধরে ফেলুন
মহিলাদের রক্তে শর্করার মাত্রা বাড়ছে কি না এই ৭ লক্ষণেই ধরে ফেলুনImage Credit: Getty Images
| Updated on: Aug 05, 2025 | 9:52 PM
Share

ওয়ার্কিং উইমেন… শব্দটা শুনলেই অনেকের মনে যে ছবিটা ভেসে ওঠে, তা হল এক নারী যিনি অফিস ও বাড়ি সমানতালে চালিয়ে যান। প্রচুর মহিলা এমন রয়েছেন, যারা বাড়ি ও বাইরের কাজ একা হাতে সামলে নেন। তারপর আর নিজের শরীরের দিকে ভুলেও তাকান না। সারাদিনে লক্ষ লক্ষ কাজ সামলে নিজের জন্য সময়ই বের করতে পারেন না অনেক মহিলা। একটা সময়ের পর ধীরে ধীরে শরীরও ক্লান্ত হয়ে পড়ে। কেউ কেউ তো কায়িক পরিশ্রম করার ক্ষমতাও হারিয়ে ফেলছেন। কারও কারও মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে না পারার ফলে এমনটা হয়ে থাকে মহিলাদের। আবার মাঝে মাঝে শরীরে সুগার লেভেল বেড়ে গেলেও এই ধরনের উপসর্গ দেখা দেয়। পুরুষ ও মহিলাদের দেহে ডায়াবেটিসের লক্ষণ ভিন্ন হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে মহিলাদের শরীরে বেশ কয়েকটি লক্ষণ দেখা দেয়। জেনে নিন তেমনই ৭ লক্ষণ।

১) কায়িক পরিশ্রম না করেও শরীর ক্লান্ত লাগে। বিছানায় গা এলিয়ে দেওয়ামাত্র ঘুমিয়ে পড়েন। ক্লান্ত শরীর কিন্তু ডায়াবেটিসের লক্ষণ।

২) রক্তে শর্করার মাত্রা যদি বেড়ে যায়, তা হলে বার বার প্রস্রাবের বেগ আসে। ঘন ঘন বাথরুমে ছুটতে হয়। অনেক মহিলা নিজের মধ্যে এই উপসর্গ লক্ষ্য করেন।

৩) কোনও কিছু দিয়ে কোনও জায়গা কেটে গেলে রক্ত তাড়াতাড়ি বন্ধ হয় না। একইসঙ্গে ওই ক্ষত সেরে উঠতে অনেক সময় লাগে। আর সেই ক্ষত যদি কোনও মহিলার পায়ে হয়, তা আরও পীড়া দেয়। ডায়াবেটিসে আক্রান্ত হলে পায়ের ক্ষত সারতেই চায় না। উল্টে, সংক্রমণের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়।

৪) কোনও মহিলা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগলে চোখের সমস্যা দেখা দেয়। তার দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে। এই সমস্যা নিয়ে প্রায় অনেক মহিলাই চোখের ডাক্তারের কাছে ছোটেন।

৫) অবাক লাগলেও ডায়াবেটিসে আক্রান্ত হলে যৌনমিলনে অনীহা দেখা দেয়। শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। মহিলাদের যোনি অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। তাই যৌনমিলন করার ইচ্ছে কমে যায়। বা যৌনমিলনের সময় ব্যথা অনুভূত হয়।

৬) রক্তে শর্করার মাত্রা যদি বেড়ে যায়, তা হলে মূত্রনালির সংক্রমণ হতে পারে। ঘন ঘন প্রস্রাব হয় এবং তা থেকে ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে যোনি এলাকায় ছত্রাকঘটিত সংক্রমণের হারও বাড়তে থাকে।

৭) হঠাৎ করে কোনও মহিলার ওজন বেড়ে গেলে, সেটিও ডায়াবেটিসের লক্ষণ। এমন কোনও উপসর্গ দেখা দিলে অতি অবশ্যই রক্ত পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।