Diwali Celebration: করোনা কালে দীপাবলী পালনের আগে এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 31, 2021 | 8:23 AM

অতিথিদেরও হাত পরিস্কার রাখার ব্যবস্থা করুন এবং অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন। উৎসবের মরশুম হলেও, অতিথিদের সঙ্গে যতটা কম হাত মেলানো যায়, তত সংক্রমণ এড়ানো সম্ভব হবে।

Diwali Celebration: করোনা কালে দীপাবলী পালনের আগে এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন...

Follow Us

প্রায় দু’বছর হয়ে গেল। অতিমারি আজ আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। করোনার সংক্রমণ থেকে বাঁচতে অনেক ধরনের নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারই মধ্যে আমাদের উৎসবের মরশুম এগিয়ে চলেছে। দুর্গাপূজা চলে গেছে। উৎসবের কারণে সংক্রমণ বেড়েছে নাকি মানুষের অসচেতনতার জন্য তা তর্ক সাপেক্ষ। কিন্তু এখন আমাদের সামনে দীপাবলী। কোভিডের দ্বিতীয় ঢেউ এখনও কাটেনি। তার মধ্যে আবার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা প্রতিদিন অল্প অল্প করে বেড়ে চলেছে। তাই আরও বেশি করে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

উৎসবের মধ্যেও যাতে স্বাস্থ্যের কোনও ক্ষতি না হয়, তার জন্য পরিচ্ছন্নতায় বেশি জোর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁরা জানাচ্ছেন, উৎসবের দিনগুলোয় বাড়িতে বাইরে থেকে লোকজনের যাতায়াত বাড়বে। আনন্দে মেতে ওঠার মুহূর্তে যেন জীবাণুর সংক্রমণ বাধা হয়ে না দাঁড়ায় সেই কারণে বাড়িকে আরও বেশি পরিস্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি। 

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীপাবলী উপলক্ষে বহু বাড়িতেই অনেক অতিথিরা এসে থাকেন। সেই সময়ে উদযাপনের জন্য নানারকমের খাওয়া-দাওয়া চলতে থাকে। কিন্তু তারই মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তার জন্য অতিথিরা আসার আগেই ভাল করে রান্নাঘর পরিস্কার করে ফেলা দরকার। খাবারের উচ্ছিষ্ট যাতে বাড়ির এদিক ওদিক পড়ে না থাকে কিংবা রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখা দরকার। রান্নাঘরের তাক, মশলার কৌটো, বাসনপত্র, বাসনের ক্যাবিনেট, ফ্রিজ সমস্ত কিছু ভাল করে পরিস্কার করতে হবে। রান্নাঘর পরিস্কার করা হয়ে গেলে অবশ্যই রুম ফ্রেশনার স্প্রে করবেন।

২. জীবাণুর থেকে দূরে থাকার জন্য অবশ্যই বাথরুম ভাল করে পরিস্কার রাখা দরকার। দীপাবলী উপলক্ষে বাড়িতে অতিথিরা আসার আগেই বাথরুম পরিস্কার করে ফেলুন। সাবান, শ্যাম্পু, ফেসওয়াসের মতো জরুরি জিনিসগুলিকে সঠিক জায়গায় রাখুন। বাথরুম পরিস্কারের পর সেখানেও রুম ফ্রেশনার ব্যবহার করুন। পারলে নতুন একটা সাবান রাখুন অতিথিদের জন্য যা পরে ব্যবহার না করাই ভাল।

৩. অতিথিরা এলে স্যানিটাইজারের জোগাড় করে রাখুন। অনেকেই এখনও স্যানিটাইজার সঙ্গে নিয়ে ঘোরেন না। সেক্ষেত্রে এটা আপনার দায়িত্ব যাতে তাঁরা নিজেদের ভাল করে স্যানিটাইজ করতে পারেন। এতে আপনার আর অতিথিদের জীবাণুমুক্ত থাকার সম্ভাবনাও বাড়বে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, সবথেকে বেশি জীবাণুর সংক্রমণ হয় হাত থেকে। তাই হাত পরিস্কার রাখা খুবই জরুরি। অতিথিদেরও হাত পরিস্কার রাখার ব্যবস্থা করুন এবং অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন। উৎসবের মরশুম হলেও, অতিথিদের সঙ্গে যতটা কম হাত মেলানো যায়, তত সংক্রমণ এড়ানো সম্ভব হবে।

আরও পড়ুন: Haldi Water: নিয়মিত হলুদ-জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে! এছাড়া রয়েছে হাজারো গুণ

আরও পড়ুন: Weight Loss Tips: ওজন কমানোর জন্য দিনের শুরু করুন এই পানীয়গুলির মাধ্যমে, এগুলো আপনার স্বাস্থ্যও ভাল রাখবে…

Next Article