Cough and Cold: মরশুম বদলাতেই শুরু সর্দি-কাশি? এই দুইয়ের জল খান, নিমেষে মুক্তি পাবেন
Cough and Cold: শুধু বাড়িতে জোয়ান আর গুড় থাকলেই হবে। এই দুইয়ের মিশ্রিত পানীয় খেলেই কিন্তু মিলবে আরাম। জানেন আর কী কী উপকার হয় জোয়ান-গুড়ের জল খেলে?
মরশুমের বদলের সময়, এই সময় হুট করে ঠান্ডা লেগে যাওয়াটা খুবই সাধারণ ব্যপার। বিশেষ করে এই সময় ঠান্ডা লেগে বুকে সর্দি বসে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। আর একবার বুকে ঠান্ডা লেগে সর্দি বসে গেলে খুব কষ্ট হয়। শ্বাসকষ্ট থেকে নাক দিয়ে জল পড়া চলতেই থাকে। আর তখনই ছুটতে হয় ডাক্তারের চেম্বারে। কিন্তু পয়সা খরচা না করেও কিন্তু সমস্যার সমাধান হতে পারে। শুধু বাড়িতে জোয়ান আর গুড় থাকলেই হবে। এই দুইয়ের মিশ্রিত পানীয় খেলেই কিন্তু মিলবে আরাম। জানেন আর কী কী উপকার হয় জোয়ান-গুড়ের জল খেলে?
১) দু’টি খাবার উষ্ণ প্রকৃতির। তাই এই পানীয় খেলে শরীর গরম থাকে। মরশুম বদলের সময় ঘন ঘন সর্দিকাশি হওয়ার ভয়ও থাকে না।
২) এই পানীয় খেলে ঋতুস্রাবজনিত অস্বস্তিতে আরাম মেলে। অতিরিক্ত রক্তপাত, জরায়ুর পেশিতে সঙ্কোচন-প্রসারণের ফলে যে ব্যথা হয় তা-ও নিরাময় করে।
এই খবরটিও পড়ুন
৩) ঠান্ডা থেকে অনেক সময়ে কোমর কিংবা পিঠেও ব্যথা হয়। গরম সেঁক দেওয়ার পাশাপাশি জোয়ান এবং গুড় দিয়ে তৈরি বিশেষ এই পানীয় খেলে ব্যথায় আরাম মিলবে।
৪) জোয়ান এবং গুড় মিশ্রিত পানীয় অর্শের কষ্ট নিরাময় করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ এই পানীয়ে চুমুক দিলে দিন কয়েকের মধ্যেই তফাত বুঝতে পারবেন।