TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Nov 15, 2022 | 7:12 PM
গত ২ বছরের তুলনায় এখন কোভিডের প্রকোপ খানিকটা কম। তাই বলে আমরা যে পুরোপুরি কোভিড মুক্ত হতে পেরেছি তাও নয়। কোভিড, লকডাউন এসবের প্রকোপে মানুষের শরীরে, মনে একাধিক প্রকোপ পড়েছে। কোভিডের সঙ্গে লড়াইয়ে অনেকেই জিতে ফিরতে পারেননি। তবে যাঁরা সুস্থ হয়েছেন তাঁদের শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছে।
যাঁদের কোভিডের কারণে দীর্ঘদিন আইসিইউতে থাকতে হয়েছিল তাঁদের চিকিৎসার জন্য স্টেরয়েড ব্যবহার করা হয়েছিল। যেখান থেকে অধিকাংশের পরবর্তীতে ডায়াবেটিস এসেছে। অথচ যখন এরা হাসপাতালে এসেছিলেন তখন কারোর সুগার ছিল না। রক্ত শর্করা স্বাভাবিক ছিল
কোভিড থেকে সেরে উঠতেই অধিকাংশের রক্ত শর্করা স্বাভাবিকের তুলনায় অনেকখানিই বেড়ে গিয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যাঁরা আক্রান্ত হয়েছিলেন তাঁদের ৫ শতাংশের পরবর্তীতে ডায়াবেটিস এসেছে।
এছাড়াও যাঁরা লং কোভিডের সমস্যায় ভুগছেন পরবর্তীতে তাঁদেরও ডায়াবেটিস এসেছে পরবর্তীতে। আমেরিকা, জার্মানির একাধিক গবেষণা থেকে উঠে এসেছে এই তথ্য।
সেই গবেষণায় আরও বলা হয়েছে যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের সকলেরই ক্ষেত্রে পরবর্তীতে ডায়াবেটিসের সম্ভাবনা ৩১ থেকে ১৬৬ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। বিশ্বজুড়ে এমনিই ভয়াবহ ভাবে থাবা বসাচ্ছে ডায়াবেটিস। কোভিড সেই সম্ভাবনা আরও অনেক বেশি উস্কে দিয়েছে।
করোনা ভাইরাস