শরীরের জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজন। বিভিন্ন কারণেই এই ভিটামিনের গুরুত্ব রয়েছে। ভিটামিন ডি-এর অভাবে হৃদযন্ত্রে সমস্য়া হতে পারে। শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সঠিক ভাবে পরিচালনের জন্য দৈনিক ২০-৪০ মিলিগ্রাম/মিলিলিটার ভিটামিন ডি প্রয়োজন। এর চেয়ে পরিমাণ কম থাকলে শরীরের নানা অর্গ্যানের কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। শরীরে ভিটামিন ডি-এর অভাব হলে নানা উপসর্গ দেখা যায়। সময়মতো তা বুঝে সতর্ক হওয়া জরুরি। এর ফলে বড় কোনও রোগ আটকানো যেতে পারে। নয়তো দীর্ঘমেয়াদি কোনও সমস্যাও হতে পারে। কী ভাবে বুঝবেন শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে নেই?
গবেষণায় যা পাওয়া গিয়েছে এবং চিকিৎসরা যা বলছেন। তেমন তথ্য তুলে ধরা হল-
উপসর্গ না হয় বুঝলেন, ভিটামিন ডি এর উৎস কী হতে পারে?
সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি পাওয়া যায়, একথা কার্যত সকলেই জানেন। দিনে ১৫-৩০ মিনিট রোদে কাটানোর চেষ্টা করুন। সেটা সকাল ৭-১০ এর মধ্যে হলে আরও বেশি ভালো। খাবারে এমন জিনিস যোগ করুন যাতে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে। যেমন মাছ, মাশরুম, দুগ্ধজাত দ্রব্য, ডিমের কুসুম, শস্য জাতীয় খাবার। প্রাকৃতিক উপায়ে সমস্যা সমাধান না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।