Blood Test: রক্ত পরীক্ষার আগে ঠিক কতক্ষণের উপবাস আপনাকে দেবে সঠিক রেজাল্ট?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Mar 31, 2022 | 4:42 PM

Routine Blood Test : শরীর সুস্থ রাখতে আমাদের নিয়মিত ভাবে কিছু রক্তপরীক্ষা করাতে হবে। তবে এমন কিছু রক্তের পরীক্ষা রয়েছে যার জন্য ১২ ঘন্টার উপবাস আবশ্যক। কিন্তু কেন উপবাসে থাকতে বলা হয়, জানেন কি?

Blood Test: রক্ত পরীক্ষার আগে ঠিক কতক্ষণের উপবাস আপনাকে দেবে সঠিক রেজাল্ট?
জানুন রক্ত পরীক্ষার আগে উপবাসের কারণ

Follow Us

শরীর সুস্থ আছে কিনা, শরীরের যাবতীয় প্যারামিটার ঠিক আছে কিনা তা জানতেই কিন্তু চিকিৎসকেরা বলেন অন্তত ৬ মাস অন্তর কিছু প্রয়োজনীয় রক্তপরীক্ষা করাতে। ডায়াবিটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ফ্যাটিলিভারের সমস্যা এখন ঘরে ঘরে। সেই সঙ্গে থাইরয়েডের সমস্যাও আজকাল বেড়েছে। আর এই রক্ত শর্করার পরিমাণ ঠিক আছে কিনা বা অন্যান্য শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে আছে কিনা তা বুঝতেই কিন্তু এই সব রক্ত পরীক্ষা করা উচিত সকলেরই। বেশিরভাগ রক্ত পরীক্ষার জন্যই কিন্তু খালিপেটে থাকার পরামর্শ দেওয়া হয়। আর সেই রক্ত সংগ্রহ করা হয় সকালের দিকেই। তেমনই কিছু রক্তপরীক্ষা রয়েছে যেগুলো সাধারণত খাওয়ার পর করা হয়।

উপবাস মানে পরীক্ষার আগে একটা নির্দিষ্ট সময়ের আগে জল, খাবার এড়িয়ে চলা। এছাড়াও আগের রাতে খাবার ১২ ঘন্টা আগে খেতে হয়। কারণ যখন খাবার খাওয়া হয়, তখন খাবার ভেঙে যে গ্লুকোজ তৈরি হয় তা সরাসরি আমাদের রক্তে মিশে যায়। আর তখন কিন্তু রক্তে শর্করা, কোলেস্টেরলের মাত্রা পরিবর্তন হতে পারে। ফলে সেখান থেকে কখনই ঠিকমতো রিপোর্ট আসে না। এবার এই রিপোর্টই আমাদের ভরসা। কারণ রিপোর্টের উপর ভিত্তি করেই চিকিৎসক ওষিধ দেন বা চিকিৎসা পদ্ধতি বলেন।

তবে সব রকম রক্ত পরীক্ষার জন্য কিন্তু উপবাসে থাকতে বলা হয় না। কিছু পরীক্ষা কিন্তু ভরপেটেই করা যায়। আর কিছু রক্তপরীক্ষা থাকে যার জন্য কিছু ওষুধও কিন্তু খেতে বারণ করা হয়। যেমন আয়রন, ভিটামিন বি ১২। ১২ ঘন্টা খালিপেটে থাকার পাশাপাশি ২৪ ঘন্টা সেই সব ওষুধও না খেতে বলা হয়। নইলে ব্লাড টেস্টের রিপোর্ট গন্ডগোল হতে পারে। এছাড়াও রক্তপরীক্ষার আগে অ্যালকোহল, ধূমপান, ক্যাফেইন, অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলতে বলা হয়। কোন রক্তপরীক্ষার জন্য উপবাসে থাকবেন আর কোনটার জন্য প্রয়োজন নেই সে কারণ জানতে কিন্তু চিকিরসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। তবে সাধারণত সে সব রক্ত পরীক্ষায় উপবাস রাখার কথা বলা হয় তা হল-

রক্তে শর্করার মাত্রা পরিমাপ করা
কোলেস্টেরল পরীক্ষা
গামা-গ্লুটামিল ট্রান্সফারেজ পরীক্ষা
রক্তে আয়রনের মাত্রা পরীক্ষা
টা্রাইগ্লিসারাইড, HDL, LDL পরীক্ষা
মৌলিক বিপাকীয় হার
রেনাল লফাংশন পরীক্ষা

যদি রক্তপরীক্ষার আগে কোনও ক্যালোরিযুক্ত খাবার খেয়ে নেন তাহলে তা কিন্তু চিকিৎসককে জানাতে ভুলবেন না। কারঁ এতে আপনারই ক্ষতি। প্যাথোলজিস্টই আপনাকে সঠিক ভাবে বলতে পারবেন যে সেইদিন ওই পরীক্ষা আদৌ করা যাবে কিনা। যদি কোলেস্টেরল পরীক্ষা করার আগে আপনি ব্রেকফাস্ট করে নেন তাহলে অসুবিধে নেই। কিন্তু রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করাপ আগে কিন্তু তা করা যাবে না।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Next Article