আমাদের দেশের টয়লেট শিটের (Toilet Paper Sheet) ব্যবহার হয় কোথায়? অফিস, পাঁচতারা হোটেল থেকে কম বাজেটের হোটেল, রেস্তোরাঁ, প্রাইভেট অফিস থেকে শুরু করে সরকারি অফিসগুলিতে টয়লেট পেপারের (Toilet Paper) ব্যবহার অনেক বেশি।পশ্চিমের সব বাড়িতে টয়লেট পেপার ব্যবহারের রেওয়াজ রয়েছে। তবে এখনও এদেশে এই ব্যবস্থা চালু না হলেও টয়লেট পেপারের ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সমীক্ষাও তাই-ই বলছে। সম্প্রতি একটি সমীক্ষায় জানানো হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিবার টয়লেটে অর্থাৎ সহজ কথায় বাথরুমে যাওয়ার সময় প্রায় ৮ থেকে ১০টি টয়লেট পেপারের শিট ব্যবহার করে থাকেন। শুধু প্রাপ্তবয়স্করাই নন, শিশুদের ক্ষেত্রেও টয়লেট পেপার ব্যবহারের প্রবণতা দেখা যায়।
শিশুদের ক্ষেত্রে টয়লেট পেপারের ব্য়বহারের পরিসংখ্যান আরও বেশি। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ঘনঘন টয়লেট শিট ব্যবহার করার ক্ষেত্রে টয়লেট পেপারের ব্যবহার অনেক বেশি হয় শিশুদের ক্ষেত্রে। শিশু ছাড়াও টয়লেট পেপারের ব্যবহার করা হয় আরও অনেক প্রয়োজনেও। সমীক্ষা বলছে, টয়লেট ছাড়াও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যান্য প্রয়োজনেও ব্যবহার করা হয় টয়লেট পেপার। যেমন, চশমার কাচ পরিষ্কার করতে, নাক মুছতে, আয়না পরিষ্কার করতেও টয়লেট পেপার ব্যবহার করা হয়।
এবার কিছু তথ্য দেওয়া যাক আপনাদের। একজন ব্যক্তি যদি প্রতিদিন যদি ৪ থেকে ১০ বার টয়লেটে যান, তাহলে তাঁকে গড়ে ৫৬টি টয়লেট শিট ব্যবহার করতে হয়। এই সংখ্যা মেনে যদি সারা বছরের হিসেব করা হয়, তাহলে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় ২১ হাজার শিট-এ। শুনে অবাক হওয়ার কিছু কি এখনও বাকি আছে? উল্লেখ্য, বিভিন্ন ব্র্যান্ডের প্রতিটি রোলে আলাদা-আলাদা সংখ্যার টয়লেট শিট থাকে। তাতে কোনও শিট ছোট হয়, আবার কখনও বড় মাপেরও শিট পাওয়া যায়। গড়পড়তা হিসেব অনুযায়ী ধরা হয়, একটি পরিবারের জন্য যদি বছরে প্রায় ১০০ রোল টয়লেট শিট প্রয়োজন হয়, তাহলে সেই পরিবারের সদস্যরা আসলে ২১ হাজারটি শিট ব্য়বহার করছেন। প্রসঙ্গত বছরে তিন-চারজনের পরিবারে রোজ অর্থাৎ প্রত্যেক দিন একটি করে নতুন টয়লেট পেপার রোলের দরকার হয়।
এবার আরো একটা হিসেব। প্রতিদিন যতগুলি টয়লেট পেপার ব্যবহার করা হচ্ছে, তার ভিত্তিতে একজন তাঁর গোটা জীবনে মোট কত সংখ্যক শিট ব্যবহার করেন? যদি একজন ব্যক্তি এক বছরে মোট ১০০টি রোল টয়লেট পেপার ব্যবহার করেন, তাহলে সারা জীবনে কতগুলি রোল ব্যবহার করবেন? যদি ধরে নেওয়া হয়, একজন ব্যক্তি ৮০ বছর বয়স পর্যন্ত বাঁচবেন, তাহলে তিনি তাঁর জীবদ্দশায় মোট ৮ হাজার রোল টয়লেট শিট ব্যবহার করবেন। তবে এই গড় হিসেব পুরোপুরি গ্রহণযোগ্য না-ও হতে পারে। কারণ একজন ব্যক্তি এই সংখ্যার চেয়ে আরও বেশি টয়লেট শিট ব্যবহার করতে পারেন। তা-ই তাঁর গড় হিসেবও অনেক বেশি হবে।
টয়লেট পেপার ব্যবহার করবেন?
মার্কিন যুক্তরাষ্ট্রে টয়লেট পেপার ব্যবহারের প্রবণতা যে প্রাচ্যের তুলনয়া অনেক বেশি, তা মোটামুটি সকলেরই জানা। কিন্তু সেই সংখ্যাটা ঠিক কত, তা অনেকেই জানেন না। কে, কতগুলি টয়লেট পেপার ব্যবহার করবেন, তার কোনও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া সম্ভব নয়। এর কারণ এক-একজনের প্রয়োজনীয়তা এক-এক রকম। যদি বিকল্প পথ ধরা হয়, তাহলে প্রতিবার টয়লেট গেলেও কম শিট ব্যবহার করলে সংখ্যায় অনেকটাই রাশ টানা সম্ভব। যদি বাড়িতে ব্যবহার করা হয়, তাহলে যত সংখ্যক টয়লেট পেপার কেনা হয়, তার অর্ধেক করে দিন। প্রত্যকের চাহিদা অনুযায়ী প্রতি বছরের একটি টার্গেট হওয়াটাই বাঞ্ছনীয়। পরিবেশের কথা ভেবে টয়লেট পেপারের ব্যবহার অনেকটাই কমানো যায়। তবে তার মানে এই নয় যে, প্রয়োজনের চেয়ে কম টয়লেট শিট ব্যবহার করতে হবে।
টয়লেট পেপার কি টেকসই?
অনেকে মনে করেন, টয়লেট পেপার যথেচ্ছভাবে ব্যবহার করা যায়। যদিও বিভিন্ন গবেষণা সে কথা বলছে না মোটেই। কারণ কিছু টয়লেট পেপার নির্মাতা তা তৈরির সময় ব্লিচ ব্যবহার করেন। তাতে পরিবেশ তো বটেই, ত্বকও বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। প্যাকেজিংয়ে চমক আনার জন্য ব্যবহার করা হয় নানা রাসায়নিক পদার্থ। তা-ও পরিবেশের জন্য মোটেই ভাল নয়। প্লাস্টিকের মতো মারাত্মক ক্ষতিকর না হলেও, টয়লেট পেপারও মাটির সঙ্গে মিশে যেতে অনেকটাই সময় লাগে। শুধু তাই-ই নয়, মাটির সঙ্গে মেশার সময় পেপার থেকে একপ্রকার মাইক্রোপ্লাস্টিকগুলি বের হয়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই মাইক্রোপ্লাস্টিকগুলি মহাসাগরে মিশলে তা আরও মারাত্মক আকার ধারণ করে। সামুদ্রিক বাস্তুতন্ত্রে ব্যাপক প্রভাব পড়ায় এই টয়লেটের ব্যবহারের রাশ টানা এখন বিজ্ঞানীদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।